ঢাকা 12:23 am, Friday, 18 July 2025

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে ‘জুলাই অভ্যুত্থান’র গ্রাফিতি

  • Reporter Name
  • Update Time : 12:22:25 am, Friday, 18 July 2025
  • 1 Time View

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে দেয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে দেশের শহীদ ও আহতদের স্মৃতিকে তুলে ধরার চেষ্টা করেছেন কোমলমতি শিক্ষার্থীরা

চাঁদপুরের হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে দেয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে দেশের শহীদ ও আহতদের স্মৃতিকে তুলে ধরার চেষ্টা করেছেন কোমলমতি শিক্ষার্থীরা। দেয়ালে দেয়ালে স্বপ্ন বুননের ছবি আঁকছে শিক্ষার্থীরা। মূলত: এ গ্রাফিতির মাধ্যমে তারা জুলাই অভ্যুত্থানের স্মৃতি তুলে ধরার চেস্টা করছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপরে হাজীগঞ্জ পাইলট বালিকা স্কুলের দেয়া দেয়ালে শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রাফিতি আঁকার কার্যক্রম চলছে।

গ্রাফিতি অংকন কার্যক্রম পরিদর্শন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেন।

এ সময় সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সহকারি প্রধান শিক্ষক আকবার হোসেন উপস্থিত ছিলেন।

দেখা যায়, ‎শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ের দেয়ালে তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছে জুলাই মাসের তাৎপর্য, ইতিহাস ও সাংস্কৃতিক চেতনার নানান দিক। শিক্ষা ও সংস্কৃতির সংমিশ্রণে শিক্ষার্থীদের সৃজনশীলতাকে তুলে ধরতেই এই ব্যতিক্রমী উদ্যোগ।

বেশ কয়েকটি স্কুল-কলেজের সামনে দেখা যায়, দেয়ালে রঙ তুলিতে ব্যস্ত শিক্ষার্থীরা। কেউ আঁকছেন শহীদদের প্রতিকৃতি, কেউ আঁকছেন জুলাই আন্দোলনের প্রতিচ্ছবি, কেউ বা লিখছেন মুক্তিযুদ্ধের প্রেরণাদায়ক স্লোগান।

এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে যুক্ত করার প্রয়াস নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, এ ধরনের চিত্রায়ন শিক্ষার্থীদের ভেতর দেশপ্রেম ও সৃজনশীলতা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে। তথ্যপ্রযুক্তির এ সময়ে এসে শিক্ষার্থীরা সব সময় ইলেকট্রনিক ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে। এমন উদ্যোগ শিক্ষার্থীদের হাতে-কলমে কিছু শিখতে উদ্বুদ্ধ করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে ‘জুলাই অভ্যুত্থান’র গ্রাফিতি

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে ‘জুলাই অভ্যুত্থান’র গ্রাফিতি

Update Time : 12:22:25 am, Friday, 18 July 2025

চাঁদপুরের হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে দেয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে দেশের শহীদ ও আহতদের স্মৃতিকে তুলে ধরার চেষ্টা করেছেন কোমলমতি শিক্ষার্থীরা। দেয়ালে দেয়ালে স্বপ্ন বুননের ছবি আঁকছে শিক্ষার্থীরা। মূলত: এ গ্রাফিতির মাধ্যমে তারা জুলাই অভ্যুত্থানের স্মৃতি তুলে ধরার চেস্টা করছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপরে হাজীগঞ্জ পাইলট বালিকা স্কুলের দেয়া দেয়ালে শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রাফিতি আঁকার কার্যক্রম চলছে।

গ্রাফিতি অংকন কার্যক্রম পরিদর্শন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেন।

এ সময় সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সহকারি প্রধান শিক্ষক আকবার হোসেন উপস্থিত ছিলেন।

দেখা যায়, ‎শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ের দেয়ালে তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছে জুলাই মাসের তাৎপর্য, ইতিহাস ও সাংস্কৃতিক চেতনার নানান দিক। শিক্ষা ও সংস্কৃতির সংমিশ্রণে শিক্ষার্থীদের সৃজনশীলতাকে তুলে ধরতেই এই ব্যতিক্রমী উদ্যোগ।

বেশ কয়েকটি স্কুল-কলেজের সামনে দেখা যায়, দেয়ালে রঙ তুলিতে ব্যস্ত শিক্ষার্থীরা। কেউ আঁকছেন শহীদদের প্রতিকৃতি, কেউ আঁকছেন জুলাই আন্দোলনের প্রতিচ্ছবি, কেউ বা লিখছেন মুক্তিযুদ্ধের প্রেরণাদায়ক স্লোগান।

এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে যুক্ত করার প্রয়াস নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, এ ধরনের চিত্রায়ন শিক্ষার্থীদের ভেতর দেশপ্রেম ও সৃজনশীলতা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে। তথ্যপ্রযুক্তির এ সময়ে এসে শিক্ষার্থীরা সব সময় ইলেকট্রনিক ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে। এমন উদ্যোগ শিক্ষার্থীদের হাতে-কলমে কিছু শিখতে উদ্বুদ্ধ করবে।