ঢাকা 1:18 am, Wednesday, 30 July 2025
হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পরিবেশ আইনলঙ্ঘনের দায়ে ১০ বালুমহলকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : 05:32:14 pm, Tuesday, 29 July 2025
  • 12 Time View

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০টি বালু মহলকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাবেদ হোসেন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর অঞ্চলের উপ-পরিচালক কার্যালয়ের পরিচালক শর্মিতা আহমেদ।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর বায়দূষণ নিয়ন্ত্র বিধিমালা ২০২২ এর আওতায় বালু উত্তোলন, পরিবহন এবং সংরক্ষণে অনুমোদন না থাকায় এবং পরিবেশের ক্ষতির আশঙ্কা থাকা অবস্থায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

পরিবেশের ভারসাম্য বিনষ্টের ঝুঁকি তৈরি, স্থানীয় জনগণের অভিযোগ ও ক্ষতির আশঙ্কা থাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মের্সাস মরিয়ম ট্রেডার্স, মজুমদার এন্টারপ্রাইজ, মনোয়ার এন্ড কোং, কামাল ব্রাদার্স, ফারহান ট্রেডার্স, মের্সাস নিউ মাদ্দাখাঁ এন্টারপ্রাইজ, বাংলাদেশ কনস্ট্রাকশন, দেশ এন্টারপ্রাইজ, মামা-ভাগিনা এন্টারপ্রাইজ, মের্সাস তালুকদার বিল্ডার্স এ ১০টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিসার মোঃ জাবেদ হোসেন চৌধুরী বলেন, “পরিবেশ আইনের প্রতি শ্রদ্ধাশীল না হলে এবং অবৈধভাবে বালু ব্যবসা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বালুমহল পরিচালনায় পরিবেশ ছাড়পত্র ও প্রশাসনিক অনুমোদন থাকা বাধ্যতামূলক।”

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, “এভাবে অপরিকল্পিত ও নিয়ন্ত্রণহীনভাবে বালু বালু ব্যবসা নদীর তীর বর্তী ও এলাকার জীববৈচিত্রের জন্য হুমকিস্বরূপ। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, হাজীগঞ্জ থানা পুলিশ, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি দল ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শেখ হাসিনার নৃশংসতার সঙ্গে পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা করা ঠিক হয়নি: আসিফ নজরুল

হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পরিবেশ আইনলঙ্ঘনের দায়ে ১০ বালুমহলকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

Update Time : 05:32:14 pm, Tuesday, 29 July 2025

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০টি বালু মহলকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাবেদ হোসেন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর অঞ্চলের উপ-পরিচালক কার্যালয়ের পরিচালক শর্মিতা আহমেদ।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর বায়দূষণ নিয়ন্ত্র বিধিমালা ২০২২ এর আওতায় বালু উত্তোলন, পরিবহন এবং সংরক্ষণে অনুমোদন না থাকায় এবং পরিবেশের ক্ষতির আশঙ্কা থাকা অবস্থায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

পরিবেশের ভারসাম্য বিনষ্টের ঝুঁকি তৈরি, স্থানীয় জনগণের অভিযোগ ও ক্ষতির আশঙ্কা থাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মের্সাস মরিয়ম ট্রেডার্স, মজুমদার এন্টারপ্রাইজ, মনোয়ার এন্ড কোং, কামাল ব্রাদার্স, ফারহান ট্রেডার্স, মের্সাস নিউ মাদ্দাখাঁ এন্টারপ্রাইজ, বাংলাদেশ কনস্ট্রাকশন, দেশ এন্টারপ্রাইজ, মামা-ভাগিনা এন্টারপ্রাইজ, মের্সাস তালুকদার বিল্ডার্স এ ১০টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিসার মোঃ জাবেদ হোসেন চৌধুরী বলেন, “পরিবেশ আইনের প্রতি শ্রদ্ধাশীল না হলে এবং অবৈধভাবে বালু ব্যবসা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বালুমহল পরিচালনায় পরিবেশ ছাড়পত্র ও প্রশাসনিক অনুমোদন থাকা বাধ্যতামূলক।”

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, “এভাবে অপরিকল্পিত ও নিয়ন্ত্রণহীনভাবে বালু বালু ব্যবসা নদীর তীর বর্তী ও এলাকার জীববৈচিত্রের জন্য হুমকিস্বরূপ। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, হাজীগঞ্জ থানা পুলিশ, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি দল ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।