চাঁদপুরের হাজীগঞ্জে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সহযোগি সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী রিক্সা, ভ্যান, অটো চালক দল চাঁদপুর জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯জুলাই) বিকেলে হাজীগঞ্জ ফুড লাভার্স এন্ড পার্টি সেন্টারে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মনির খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়বাদী রিক্সা, ভ্যান, অটো চালক দলের কেন্দ্রীয় সভাপতি মো.জহির রায়হান,
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো.আফজাল হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো.মোশারফ হোসেন, সৈয়দ নজরুল ইসলাম
বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন -চাঁদপুর জেলা রিক্সা, ভ্যান, অটো চালক দলের আহ্বায়ক মো. নুরে আলম।
জাতীয়বাদী রিক্সা, ভ্যান,অটো চালক দলের চাঁদপুর জেলার সদস্য সচিব আরিফ শেখের সঞ্চালনা মতবিনিময় সভায় উপস্থিত বক্তব্য রাখেন -জেলা যুগ্ন আহবায়ক – মারুফ হোসেন, হাজীগঞ্জ পৌরসভার (সাবেক) কাউন্সিলর মিনু আক্তার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সদস্য সচিব মোহাম্মদ সাকিব উদ্দিন রুবেল, যুগ্ন আহবান বাবলু মুন্সি, হাজীগঞ্জ উপজেলা সিনিয়র সহ যুগ্ন আহব্বায়ক আলমগীর, যুগ্ন আহব্বায় সাদেক হোসেন , ফরিদগঞ্জ উপজেলা আহ্বায়ক এমরান হোসেন, হাজীগঞ্জ পৌরসভার আহ্বায়ক সুমনসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ।