চাঁদপুরের হাজীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বিভিন্ন যানবাহন থেকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ-রামগঞ্জ আঞ্চলিক সড়কের বিশ্বরোড চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সড়কে চেকপোস্ট বসিয়ে ১৭৫টি যানবাহন পরীক্ষা করা হয়। এসময় মোটরযান অধ্যাদেশ লঙ্ঘনের দায়ে ১১টি মোটরসাইকেল জব্দ এবং ৮টি মামলায় ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে অংশ নেয় হাজীগঞ্জ সেনা ক্যাম্পের সদস্য, ট্রাফিক পুলিশ এবং হাজীগঞ্জ থানা পুলিশের একটি দল। অভিযানটি তদারকি করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন ফারুক।
তিনি চাঁদপুর খবরকে বলেন, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই যৌথভাবে এই অভিযান চালানো হয়েছে। নিয়মিত এ ধরনের অভিযান চলবে।”
স্থানীয়দের অনেকে অভিযানকে স্বাগত জানিয়ে জানান, দীর্ঘদিন ধরে যানজট ও ট্রাফিক শৃঙ্খলার অভাবে ভোগান্তিতে পড়তে হচ্ছিল। এই উদ্যোগে কিছুটা হলেও স্বস্তি মিলেছে।