জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে চাঁদপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত হয়েছে। এতে তিনজন জুলাই রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শনিবার (২ আগষ্ট) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়।
জেলা প্রশাসক বক্তব্যে বলেন, রেমিট্যান্স যোদ্ধারা বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখার জন্যে কৃতজ্ঞতা স্বরূপ এই রেমিট্যান্স যোদ্ধা দিবস। তবে এ বছর রেমিট্যান্স যোদ্ধাদের অন্যভাবে কৃতজ্ঞতা জানাচ্ছে। তার কারণ হচ্ছে জুলাই আন্দোলনকে একাত্মতা জানিয়েছিলেন তারা। যার ফলে আন্দোলনের মাত্রাটা ভিন্নভাবে প্রবাহিত হয়ে গিয়েছিলো। আন্দোলনের সময় প্রবাসীরাও প্রবাসে থাকা অবস্থায় প্রকাশ্যে এদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। তৎকালীন সরকারকে চাপে ফেলতে প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দেয়। যার দরুন তৎকালীন সরকার চাপে পড়েছিলো। আপনাদের মধ্যেও অনেকে জুলাই আন্দোলনে পাশে থাকায় জেলও খেটেছেন।
তিনি রেমিট্যান্স যোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, চাঁদপুর থেকে যারা প্রবাসে যেতে চায়, তারা যেন যোগ্যতা সম্পন্ন হয়ে যেতে পারেন সেজন্যে প্রবাসীরা সহযোগিতা করবেন। আপনি প্রবাসে যেতে ইচ্ছুকদের সাথে কাউন্সিলিং করবেন। তাদেরকে প্রবাস সম্পর্কে অবহিত করবেন। যারফলে আমাদের প্রবাসীদের বেতন বাড়বে ও তারা ভালো অবস্থানে যেতে পারবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিলুফা ইয়াসমিন মিতুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মো. সফিকুর রহমান।
রেমিট্যান্স যোদ্ধাদের পক্ষে বক্তব্য দেন মো. জামাল মোল্লা, নুর মোহাম্মদ এবং এনজিও সংস্থার পক্ষে বক্তব্য দেন একেএম মমতাজ উদ্দিন।
আলোচনা সভা শেষে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো ৩জন রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। সম্মাননা প্রাপ্তরা হলেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী চাঁদপুর শহরের গুয়াখোলার বাসিন্দা জামাল হোসেন, হাজী মহসীন রোডের মোহাম্মদ মজিবুর রহমান ও হাজীগঞ্জ উপজেলার মো. শফিকুল ইসলাম জিয়া।
এছাড়াও প্রবাসী কর্মীদের প্রতিবন্ধী সন্তানদের প্রতিবন্ধী ভাতার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্স শিরিন আক্তার, চাঁদপুর প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মো. নেছার উদ্দিন, চাঁদপুর ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মো. আলী হোসেন।