একটি রাজনৈতিক দল বায়তুল মালের নামে চাঁদাবাজি করে বিএনপির উপর দোষ চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জি. মমিনুল হক।
সোমবার বিকেলে ফ্যাসিস্ট হাসিনার পতনের ১ বছর পূর্তি উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় র্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথি আরো বলেন, ওই দলটি সম্প্রতি সময়ে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করেছে, সেখানে হাজীগঞ্জ থেকে ১শত বাস গিয়েছে। সেখানে প্রায় ২৫ লাখ টাকা খরচ করেছে। তারা চাঁদাবাজি না করলে এতো টাকা পাইলে কোথায় থেকে।
তিনি বলেন, আল্লাহর আইন চাই, কোরআনের শাসন চাই বলছে। আমরাও আল্লাহকে বিশ^াস করি। আমরা সবাই আল্লাহকে ভয় পাই। একটি রাজনৈতিক দল আল্লাহর দোহায় দিয়ে মসজিদ, মাদরাসা, মন্দির, ব্যাংকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দখল করেছে। এটা কিসের রাজনীতি। তিনি বলেন, দখলবাজদের কিরে আরাম।
তিনি বলেন, একটি রাজনৈতিক দল আছে, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে বিশ^াস করেনা, দেশের সংবিধান বিশ^াস করেনা। তারা কি চাই তাই বুঝাতে পারছেনা।
তিনি বলেন ওই বিশেষ দলটি সুযোগ পেলেই বিএনপিকে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করছে। কিন্তু তার চাঁদাকে বায়তুল মাল হিসেবে গ্রহণ করছে।ৎ
নতুন রাজনৈতিক দল এনসিপিকে তিনি বলেন, এ দলটির কাছে মানুষের অনেক প্রত্যাশা ছিলো। কিন্তু তারা প্রত্যাশা পূরণ করতে পারেনি। রবিবার জাতীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইস্তিহারের ঘোষণায় যে সমাবেশ করেছে, সেখানে আমাদের বিজয় র্যালির একাংশের লোক সমাগম ঘটেনি।
লায়ন ইঞ্জি. মমিনুল হক বলেন, আগস্ট মাস একটি দলের জন্য শোকের মাস। আর আমাদের জন্য বিজয়ের মাস। কারণ ১৯৪৭ সালে বৃটিশ থেকে পৃথক হয়ে পাকিস্তান ও ভারতের সৃষ্টি হয়েছে।
এ আগস্ট মাসে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। তাই আমাদের জন্য বিজয়ের হলেও ফ্যাসিস্টদের জন্য এ দিনটি শোকের।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপির অনেক নেতাকর্মীদের মাছের ঘের, গোয়ালের গরু লুটপাট করেছে। অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অনেক মামলা শেষ হয়েছে। কিছু মামলায় এখনো নেতাকর্মীরা হাজিরা দিচ্ছে।
তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, তোমরাও যদি আওয়ামী লীগের নেতাদের মতো চাঁদাবাজি করে, মানুষের মাছের ঘের, গোয়ালের গরু লুটপাট করো। তাহলে ফ্যাসিস্টদের মতো পালিয়ে যেতে হবে।
ইঞ্জি. মমিনুল হক পৌর প্রশাসকের উদ্দেশ্যে বলেন, রাজস্ব আয়ের জন্য হাজীগঞ্জের বিভিন্ন ট্রাক ঘাট, সিএনজি স্ট্যা- ইজারা দিয়েছেন আপত্তি নেই। নির্ধারিত টোলের বাহিরে অনেকে বিভিন্ন স্ট্যা-ে চাঁদাবাজি করছে। তারা কারা তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
তিনি বলেন, হাজীগঞ্জে বিএনপির পক্ষ থেকে হাজীগঞ্জ বিশ^রোড বিএনপির কার্যালয়ের সামনে, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ও হাজীগঞ্জ থানার সামনেসহ মোট ৩টি অভিযোগ বক্স স্থাপন করা হবে। যেসব বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন দখলবাজি, চাঁদাবাজির অভিযোগ রয়েছে, আপনারা যারা ভূক্তভোগী গোপনে অভিযোগ বক্সে অভিযোগ জমা দিবেন। প্রতি শনিবার অভিযোগ বক্স খুলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
তিনি বলেন, চাঁদবাজ দখলবাজ ও অপকর্মকারীদের জন্য সারাদেশে তারেক জিয়ার সিসি ক্যামেরা রয়েছে। তিনি সব পর্যবেক্ষণ করছেন এবং পর্যায়ক্রমে এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন।
এ দিন বিকেল ৩টা থেকে উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভার প্রত্যেক ওয়ার্ড থেকে খ- খ- মিছিল নিয়ে নেতা-কর্মী সমর্থকরা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে জড়ো হয়। বিকেল সাড়ে ৪টায় কেন্দ্রীয় ওলামা দলের সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম তালুকদার কোরআন তেলাওয়াত ও সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ বক্তব্য রাখেন। এর পর লায়ন ইঞ্জি. মমিনুল হক সংক্ষিপ্ত ভাষণ দিয়ে বিজয় র্যালি শুরু করেন।
পরবর্তীতে হাজীগঞ্জ প্রদক্ষিণ করে বিশ্বরোড চৌরাস্তায় এসে সমাপনী বক্তব্যের মাধ্যমে বিজয় র্যালি সমাপ্ত ঘোষণা করে।