হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে,জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগষ্ট) বিকেল ৫টায় চাঁদপুর শহরের বিপণীবাগ মাদ্রাসা মিলনায়তনে দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে জেলা হেফাজতে ইসলামের সভাপতি হযরত মাওলানা লেয়াকত হোসাইন বলেন,
ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও শেখ হাসিনার পতনের পেছনে হেফাজতে ইসলামের অগ্রীম ভূমিকা ছিলো। স্বৈরাচার শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলে আমাদের নেতা-কর্মীদের ওপর ব্যাপক নির্যাতন করা হয়েছে। শত নির্যাতনের পড়লেও আমার আন্দোলন থেকে পিছু হটে যাইনি,আমার এদেশে ইসলামকে হেফাজতের জন্য কাজ করে যাচ্ছি, আমাদের এই আন্দোলন আগামীতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, ২০১৩ সালে ঢাকা শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশ সরকার এবং তাদের আজ্ঞাবহ আইনশৃঙ্খলা বাহিনী যে নির্যাতন চালিয়েছে তা ইতিহাস হয়ে থাকবে। ঐ আন্দোলন থেকেই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের ঘন্টা বাজতে শুরু করে।
তিনি আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পেছনে আমাদের ভূমিকা জুলাই সনদে অন্তর্ভূক্ত করার জোর দাবি জানাচ্ছি।
আলোচনা সভায় এছাড়া বক্তব্য রাখেন,জেলা শাখার সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতি মাহাবুবুর রহমান, সহ-সভাপতি হযরত মাওলানা নেয়ামত উল্লাহ খান, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুস সালাম, শহর জামায়াতের সভাপতি মাওলানা লেয়াকত হোসাইন প্রমুখ
আলোচনা সভা পরিচালনা করেন, হযরত মাওলানা নুরে আলম।
দোয়া ও মিলাদ মাহফিল জেলা হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।