চাঁদপুরের শাহরাস্তিতে জুলাই ছাত্র-জনতার গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের শাহরাস্তি উপজেলা ও পৌর শাখা আয়োজিত বিজয় র্যালী ও আলোচনা সভা ৭ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন ওয়ার্ড থেকে স্থানীয় নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় মিলিত হয়। মূল র্যালীটি দোয়াভাঙ্গা থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) নির্বাচনী এলাকায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি ব্যারিষ্টার কামাল উদ্দিন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জুলাই আন্দোলন ছিলো বৈষম্যের বিরুদ্ধে। কোন ক্ষেত্রেই যেন বৈষম্য না থাকে,আমাদের নেতা তারেক রহমান বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। একটি মহল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি তারা সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে কোন অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আগামী দিনে বিএনপির নেতৃত্বে সরকার গঠন করে একটি সুন্দর রাষ্ট্র গড়ে তোলা হবে। প্রধান অতিথি তাঁর বক্তব্যের শেষ ভাগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় উপস্থিত সকলের দোয়া চান।
পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ র সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদ হোসেন মোল্লা, পৌর বিএনপির সহ সভাপতি মনিরুজ্জামান, সেলিম পাটোয়ারী, চাঁদপুর জেলা রেল শ্রমিক দলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, বিএনপি নেতা সৈয়দ আহমেদ দুলাল,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ সোহেল,বিএনপি নেতা আবুতাহের,সাবেক ছাত্র নেতা আমান উল্লাহ বাচ্ছু, পৌর যুবদলের যুগ্ন সম্পাদক আমির হোসেন , শ্রমিক দলের যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর শ্রমিক দল নেতা তৈয়ব আলী,পৌর ছাত্র দলের আহবায়ক মাজহারুল ইসলাম জুয়েল, শাহাদাত হোসেন প্রমুখ।