

ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কজেল ও মিটফোর্ড হাসপাতালের দন্ত বিভাগের চিকিৎসক উৎপল সাহা ‘‘জুনিয়র কনসালটেন্ট’’ পদে পদন্নোতি পেলেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৯৪২ চিকিৎসককে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার উপসচিব মুহাম্মদ আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ষষ্ঠ গ্রেডে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি প্রদান করা হলো।
এদিকে ডা. উৎপল সাহার পদন্নোতিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, তাঁর সহকমী, সেবাগ্রহীতা, শুভাকাঙ্খী, স্থানীয় ও এলাকার লোকজন।