গাজীপুরে একদিনের ব্যবধানে প্রকাশ্যে এক সাংবাদিকের ওপর হামলা ও আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসকাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হামলা ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির এবং সাংবাদিক নির্যাতনের সকল মামলা ও অভিযোগ দ্রুত বিচার ট্রাইবুনালো মাধ্যমে নিষ্পত্তি ও বিচারের দাবিতে শনিবার (৯ আগস্ট) দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ বাজারস্থ হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মুখে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসকাবের সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, সদস্য গাজী সালাউদ্দিন, খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদ, কামরুজ্জামান টুটুল, এনায়েত মজুমদার, মোহাম্মদ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্ ও এটিএন নিউজের প্রতিনিধি আসাদ ভুঁইয়া।
সাইফুল ইসলাম সিফাতের উপস্থাপনায় মানববন্ধনে ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত ও সাংবাদিক সুরা আইন প্রণয়নের দাবি জানিয়ে বক্তারা আরো বলেন, সাংবাদিক তুহিন হত্যা শুধু একজন সাংবাদিককে নির্মমভাবে হত্যা নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড় হুমকি। আমরা এ হত্যাকাণ্ডসহ বিগত দিনে সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের দ্রুত বিচারের দাবি জানাই।
উল্লেখ্য, এক ব্যক্তির ওপর হামলা-কোপানোর ঘটনার ভিডিও ধারণ করায় প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।
এর একদিন আগে বুধবার বিকেল ৫টার দিকে গাজীপুর মহানগরের সদর থানার কাছে প্রকাশ্যে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে বেদম মারধর এবং ইট দিয়ে পা থেঁতলে দিয়েছে সন্ত্রাসীরা। অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের ভিডিও ধারণ করায় তার ওপর এ নির্যাতন করা হয়।