হাজীগঞ্জে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী অলিউল্যাহ আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার সময় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, গাজী অলি উল্যাহকে ছাত্র-জনতার আন্দোলনের সময় ৪ আগস্ট হাজীগঞ্জ পূর্ব বাজারে পৌর যুবদলের আহবায়কের মালিকানাধীন মার্সেল শো-রুম ভাংচুর করা হয়েছে। ওই মামলায় গাজী অলি উল্যাহকে আটক দেখানো হয়েছে।
উল্লেখ্য ছাত্র-জনতার আন্দোলনের সময় ৪ আগস্ট দুপরে হাজীগঞ্জ পূর্ব বাজারে পৌর যুবদলের আহবায়কের মালিকানাধীন মার্সেল শো-রুম ভাংচুর করে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা। সরকার পতনের পর ২০ আগস্ট প্রতিষ্ঠানের মালিক মো. মিজানুর রহমান সেলিম বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় ৭৪জন নামীয় ও ১০০-১৫০জন অজ্ঞাতনামা আসামী করা হয়।