ঢাকা 11:45 pm, Sunday, 17 August 2025

চাঁদপুরে মেঘনায় ১২ হাজার মেট্রিক টন চিনি পাচারের চেষ্টা, আটক ৮

চাঁদপুরে মেঘনা নদীতে একটি কার্গো জাহাজ থেকে ১২ হাজার মেট্রিক টন অপরিশোধিত চিনি পাচারের চেষ্টার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। শনিবার রাতে চাঁদপুর সদর নৌ-পুলিশের উপপরিদর্শক বিলাল আজাদ এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত হলেন মেহেদী হাসান মুন্না (২৭), মো. শফিকুল (২৮), মো. নুরুজ্জামান (৩২), মো. মানিক (৩৮), শরীফ মির্জা (৪০), মজিবুর রহমান সর্দার (৪০), বাচ্চু ব্যাপারী (৩৫) ও জাহাজের মাস্টার আইয়ুব মৃধা (৪৫)।

পুলিশ জানায়, গত ৩ আগস্ট চট্টগ্রামের পতেঙ্গা থেকে অপরিশোধিত চিনিবোঝাই করে এমভি সি ওয়েস্টিন-১ জাহাজটি নারায়ণগঞ্জের আব্দুল মোমেন চিনিকলের উদ্দেশে রওনা দেয়। কিন্তু ৪ আগস্ট চাঁদপুর পৌঁছানোর পর গন্তব্যে না গিয়ে জাহাজটি মেঘনায় অবস্থান নেয়। ৫ আগস্ট রাতে মাস্টার আইয়ুব মৃধা এবং তার সহযোগীরা জাহাজের অন্য সদস্যদের নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে খাবারের সঙ্গে খাইয়ে অচেতন করে ফেলে। এরপর বিপুল পরিমাণ চিনি পাচারের চেষ্টা চালায় তারা।

এ ঘটনার পরে ৮ আগস্ট ওই জাহাজের এক কর্মকর্তা সনু কুমার ত্রিপুরা বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

তদন্ত কর্মকর্তা বিলাল আজাদ বলেন, মাস্টার আইয়ুর মৃধাকে ঘটনার পরে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। পরে গত শুক্রবার চাঁদপুর শহর ও ফরিদগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার রাতে গ্রেপ্তারকৃতদের চাঁদপুর স্পেশাল আদালতে হাজির করা হলে ৪ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বাকি তিনজনসহ মোট সাতজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। আটক করা চিনি পুলিশ হেফাজতে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জে পানিতে ডুবে দুই বছর বয়সি শিশুর মৃত্যু

চাঁদপুরে মেঘনায় ১২ হাজার মেট্রিক টন চিনি পাচারের চেষ্টা, আটক ৮

Update Time : 09:22:23 pm, Sunday, 17 August 2025

চাঁদপুরে মেঘনা নদীতে একটি কার্গো জাহাজ থেকে ১২ হাজার মেট্রিক টন অপরিশোধিত চিনি পাচারের চেষ্টার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। শনিবার রাতে চাঁদপুর সদর নৌ-পুলিশের উপপরিদর্শক বিলাল আজাদ এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত হলেন মেহেদী হাসান মুন্না (২৭), মো. শফিকুল (২৮), মো. নুরুজ্জামান (৩২), মো. মানিক (৩৮), শরীফ মির্জা (৪০), মজিবুর রহমান সর্দার (৪০), বাচ্চু ব্যাপারী (৩৫) ও জাহাজের মাস্টার আইয়ুব মৃধা (৪৫)।

পুলিশ জানায়, গত ৩ আগস্ট চট্টগ্রামের পতেঙ্গা থেকে অপরিশোধিত চিনিবোঝাই করে এমভি সি ওয়েস্টিন-১ জাহাজটি নারায়ণগঞ্জের আব্দুল মোমেন চিনিকলের উদ্দেশে রওনা দেয়। কিন্তু ৪ আগস্ট চাঁদপুর পৌঁছানোর পর গন্তব্যে না গিয়ে জাহাজটি মেঘনায় অবস্থান নেয়। ৫ আগস্ট রাতে মাস্টার আইয়ুব মৃধা এবং তার সহযোগীরা জাহাজের অন্য সদস্যদের নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে খাবারের সঙ্গে খাইয়ে অচেতন করে ফেলে। এরপর বিপুল পরিমাণ চিনি পাচারের চেষ্টা চালায় তারা।

এ ঘটনার পরে ৮ আগস্ট ওই জাহাজের এক কর্মকর্তা সনু কুমার ত্রিপুরা বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

তদন্ত কর্মকর্তা বিলাল আজাদ বলেন, মাস্টার আইয়ুর মৃধাকে ঘটনার পরে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। পরে গত শুক্রবার চাঁদপুর শহর ও ফরিদগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার রাতে গ্রেপ্তারকৃতদের চাঁদপুর স্পেশাল আদালতে হাজির করা হলে ৪ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বাকি তিনজনসহ মোট সাতজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। আটক করা চিনি পুলিশ হেফাজতে রয়েছে।