হাজীগঞ্জে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নে শিক্ষক, ইমাম ও আলেমদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান সভাপতির বক্তব্যে বলেন, টাইফয়েড জ্বর প্রতিরোধে আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে বিনামুল্যে এক ডোজ টিসিভি টিকা প্রদান করা হবে। বিনামুল্যে এ টিকা নেয়ার জন্য অনলাইনে নিবন্ধন করতে হবে।
তিনি বলেন, আগামি ১২ সেপ্টেম্বর থেকে ১৮ দিন পর্যন্ত টিকাদান কর্মসূচী চলবে। এর মধ্যে প্রথম ১০দিন উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’সহ উপজেলার সকল টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে।
এসময় তিনি টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্য ভ্যাকসিন ব্যবহারের গুরুত্ব ও এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং এই ভ্যাকসিন কাদের জন্য প্রযোজ্য, কিভাবে এটি দেওয়া হয় এবং এর সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন এবং সবধরনের গুজব থেকে বিরত থাকার আহবান জানান।
হিসাবরক্ষক মো. হাফিজুর রহমানের উপস্থাপনায় সভায় টাইফয়েড জ্বর ও টিকা সম্পর্কে ডকুমেন্টারী উপস্থাপন করেন, মেডিকেল অফিসার ডা. সুশান্ত কুমার দাস। এসময় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক এবং বিভিন্ন মসজিদের খতিব ও ইমামসহ আলেমগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টাইফয়েড জ্বর একটি মারাত্মক রোগ যা ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়। এই রোগ প্রতিরোধে টিকা নেওয়া খুবই জরুরি। অবহিতকরণ সভায় টাইফয়েড ভ্যাকসিনের কার্যকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া এবং কাদের জন্য এই ভ্যাকসিন প্রয়োজন, সে সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে। যা সর্বসাধারনের উদ্দেশ্যে অবহিত করা হয়।