চাঁদপুরের মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ এক বছরের মধ্যে ৬ষ্ঠ বারের মতো জেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।
পেশাগত দক্ষতা, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং ক্লু লেস হত্যা মামলার আসামী গ্রেফতারসহ জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালেহ আহমেদকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সোমবার ( ১৮ আগস্ট) জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম তাকে এই সম্মাননা প্রদান করেন। এর পূর্বে ২০২৪ সালের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ২০২৫ সালের ফেব্রুয়ারি ও জুলাই মাসে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ সালেহ আহমেদ।
সোমবার বিকেলে চাঁদপুর জেলা পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে মাসিক কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম এবং সভাটি পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ খায়রুল কবীর।
এসময় পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে তৎপর ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও অনলাইন জুয়া সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম।
আলোচনা শেষে কল্যাণ সভায় জুলাই/২০২৫ খ্রি. মাসের শ্রেষ্ঠ অফিসার ও পুলিশ সদস্যদের ক্রেস্ট, সম্মাননা স্মারক এবং উপহার সামগ্রী প্রদান করা হয়।
৬ষ্ঠ বারের মতো জেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়ে সালেহ আহমেদ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এই সম্মান আমার নয়, মতলব দক্ষিণ থানার প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সব সময় জনগণের পাশে আছি। তিনি মতলবের সার্বিক আইনশৃঙ্খলা ভাল রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন পুলিশ সুপার মহোদয়ের আন্তরিকতা ও সঠিক দিক নির্দেশনায় আমি আমার পেশাগত দায়িত্ব পালন করতে পেরেছি।