হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকালে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজিত অনুষ্ঠানে পৌর সাধারণ সম্পাদক প্রার্থী হুমায়ুন কবির ঝুটনের নেতৃত্বে অসংখ্য নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করে।
এদিন বিকালে বেলা সাড়ে তিনটার দিকে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি টোরাগড় থেকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল আয়োজিত শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানে অংশ নেয়।
শোভাযাত্রাটি বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভা ও কেককাটা স্থলে এসে শেষ হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ ডাস্টবিন স্থাপন করা হয়।
এ দিকে পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী হুমায়ুন কবির ঝুটনের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পৌরসভাধীন ৭ ও ৮নং ওয়ার্ড টোরাগড়-বদরপুর এলাকাসহ ১২টি ওয়ার্ড থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী, সমর্থক ও বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।