হাজীগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মাসব্যাপী দাওয়াতী কার্যক্রমের উদ্বোধন করেছেন, চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মো. লিয়াকত হোসাইন। শনিবার দুপুরে পৌরসভাধীন খাটরা-বিলওয়াই ওলামা চত্বর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সংগঠনের দাওয়াতী কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে চাঁদপুর মমিন বাড়ী মাদরাসার মোহতামিম মাওলানা মো. রাশেদ বীন মোহসীন আনুষ্ঠানিকভাবে ফরম পূরণ করে সংগঠনের যোগ দেয়ার মাধ্যমে বাংলাদেশ খেলাফত মজলিসের আনুষ্ঠানিকভাবে দাওয়াতী কার্যক্রম শুরু করা হয়।
‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন’, ‘ধর্ম, বর্ণ, ভিন্নমত, সবার জন্য খেলাফত‘ ও আল্লামা মামুনুল হকের সালাম নিন, বাংলাদেশ খেলাফত মসজিলে যোগ দিন এই শ্লোগানে গত ১৬ আগস্ট থেকে আগামি ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মাসব্যাপী এ দাওয়াতী কার্যক্রম চলবে।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মো. লিয়াকত হোসাইন বলেন, এদেশ থেকে বৈষম্য দূরীকরণে রাজপথে ছাত্র-জনতাকে রক্ত দিতে হয়েছে। তবে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে ইসলামের কমিটমেন্টের বিকল্প নেই। এজন্য ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে বিল্পব আসবে আর যাবে, কিন্তু বৈষম্য দূর হবে না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ উল্যাহ খান, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের সম্ভাব্য এমপি প্রার্থী ও জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান পাটওয়ারী, সহ-সভাপতি আনোয়ার হোসেন প্রমূখ।
মাওলানা ফয়সাল আহমদ রশিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত দাওয়াতী কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. এহতেসামুল হক, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান শুভ, সেক্রেটারী মো. ওয়ালী উল্যাহ্ প্রমূখ।
বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা ও পৌর শাখার আয়োজিত অনুষ্ঠানে মুফতি আনোয়ার হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ ও বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা, উপজেলা ও পৌর শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।