চাঁদপুরের হাজীগঞ্জে ভিন্ন ধর্মাবলম্বী বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২৩) আগস্ট সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হাজীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী মনোনিত চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মাও. আবুল হোসাইন।
হাজীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. কলিম উল্যাহ্ ভুঁইয়ার সভাপতিত্বে ও পৌর জামায়াতের আমীর মাও. আবুল হাসানাত পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা তালীমূল কোরআন বিভাগের সভাপতি মাও. মো. মীর হোসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও. মোজাম্মেল হোসেন মজুমদার পরান, সাবেক ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতা মাও. আবু জাফর সিদ্দিকী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রোটা. রুহিদাস বণিক, শিক্ষক শ্যামল কৃষ্ণ সাহা প্রমূখ।
সভায় নেতারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সম্প্রদায়ের মানুষের আস্থার ঠিকানা ও নিরাপদ আশ্রয়। দুর্নীতিমুক্ত, কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একবার ক্ষমতায় যেতে দিয়ে পরীক্ষা করার আহ্বান জানান তারা।
নেতারা বলেন, আমরা শাসক বা শোষক হবোনা। ইনশাআল্লাহ জামায়াত ইসলামী হবে সেবক।
এ সময় উপস্থিত উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো. জয়নাল আবেদীন, পৌর নায়েবে আমীর মাও. মো. কবির হোসাইন, পৌর সেক্রেটারী মো. সফিকুর রহমান মজুমদার প্রমূখ।
নিজস্ব প্রতিনিধি ॥ 













