সরকারি প্রকল্পের ইট দিয়ে বাড়ির দেয়াল নির্মাণ করার অভিযোগ উঠছে সড়কও জনপদ বিভাগের হাজীগঞ্জ উপ বিভাগের ড্রাইভার মানিকের বিরুদ্ধে।
রবিবার (২৪ আগষ্ট) দুপুরে হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা চৌধুরী বাড়ি সংলগ্ন এলাকায় সড়কও জনপদ বিভাগের ড্রাইভার মানিকের বাড়ির সামনে সরকারি প্রকল্পের ইট নামাতে দেখা যায়।
জানাযায়, দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন প্রকল্পের ইট দিয়ে বাড়ির দেয়াল নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলো সড়কও জনপদ বিভাগের ড্রাইভার মানিক। রবিবার দুপুরে সরজমিনে গিয়ে এর সত্যতা পাওয়া যা। দেখা যায় মানিক সড়ক ও জনপদের একটি গাড়ি দিয়ে ট্রাক ভর্তি করে তার বসতবাড়ির সামনে নিয়ে ইট নামাচ্ছে গাড়ী থেকে।
এসময় সরকারি প্রকল্পের ইটের কথা স্বীকার করে মানিক বলেন আমার ভুল হয়ছে, আমাকে ক্ষমা করে দিন।
এবিষয়ে সড়কও জনপদ বিভাগের হাজীগঞ্জ উপ-বিভাগের সহকারী প্রকৌশলী সড়ক শাখা ০১, প্রকৌ. আবু হানিফ বলেন, সে আমাকে বলেছে তার বাড়ির কাজে কিছু ইট লাগবে তাই আমি বলেছি দোয়াভাঙ্গার একটা কাজ শেষে যদি ইট থাকে তাহলে নিতে। সেখানে ৪০/৫০টি ইট হবে।
সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে কিনা জানতে চাইলে বলেন, সরকারি গাড়ি ব্যাক্তিগত কাজে ব্যাবহার করা যাবেনা।
এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মুহঃ আলিউল হোসেন বলেন, যদি যে সড়ক ও জনপথ বিভাগের ইট নিয়ে থাকে, তাহলে তার রিুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমি হাজীগঞ্জ উপ-বিভাগের সহকারী প্রকৌশলী সড়ক শাখা ০১-কে জানাচ্ছি। কালকে বিষয়টি দেখে ব্যবস্থা নেয়া হবে।