ঢাকা 1:13 am, Monday, 25 August 2025

হাজীগঞ্জে স্বেচ্ছাসেবক দল থেকে মিঠু চৌধুরী বহিষ্কার: অঙ্গসংগঠনের তীব্র প্রতিবাদ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম চৌধুরী মিঠু’কে বহিস্কারের ঘটনায় সামাজিক যোগা-যোগ মাধ্যম ফেসবুকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন নেতা-কর্মীরা। ফ্যাসিস্ট সরকারের সময়ে সম্মুখ সারিতে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয়া একজন করা নির্যাতিত নেতাকে এভাবে বহিস্কার করায় ক্ষুব্ধতা ও তীব্র নিন্দা প্রতিবাদের ঝড় উঠেছে।

গত ২৩ আগস্ট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ মাঝি ও সদস্য সচিব শামসুল আরফিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় বিশৃঙ্খলা সৃষ্টির সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে মর্মে প্রেসবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

তবে বহিস্কারের পূর্বে মিঠু চৌধুরীকে কোন প্রকার শোকজ বা কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়নি।

মিঠু চৌধুরীকে বহিষ্কারের সিদ্ধান্তকে কেন্দ্র করে উপজেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা এই সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলছেন, “মিঠু চৌধুরী বিগত সরকার আমলে নির্যাতন, জেল-জুলুম উপেক্ষা করে রাজপথে ছিলেন সক্রিয়। তার রাজনৈতিক ত্যাগ ও অবদান অনস্বীকার্য।”

মিঠু চৌধুরী বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ের বেশীর সময় তার জীবন কেটেছে। আন্দোলন-সংগ্রামে ছিলেন অগ্রভাগে। নেতা-কর্মীরা সামাজিক যোগা-যোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়ে লেখেন “এমন একজন ত্যাগী নেতাকে বহিস্কার করায়, মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের মনোবল ভেঙ্গে যাচ্ছে। সামনে জাতীয় নির্বাচন আসছে। যদি নেতা-কর্মীদের মনোবল ভেঙ্গে যায়। তা জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও কর্মীরা তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। তারা উল্লেখ করছেন—

 “যে নেতা দলীয় সংকটে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন, তাকে কোনো নোটিশ ছাড়া বহিষ্কার করা হলে ত্যাগী ও সৎ কর্মীদের রাজনীতিতে আগ্রহ হারিয়ে যাবে।”

অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শারাস্তি) আসনে বিএনপির প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য লায়ন ইঞ্জি. মমিনুল হকের ছেলে হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল তার ফেসবুকে লেখেন- জেলার নেতাদের প্রতি ঘোষণা, মিঠু চৌধুরী ছাড়া অন্য কাউকে যদি উপজেলা স্বেচ্ছাসেবকের কমিটি ঘোষণা করা হয়, শুধু প্রত্যাখ্যান নয়, অপমানও করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জে স্বেচ্ছাসেবক দল থেকে মিঠু চৌধুরী বহিষ্কার: অঙ্গসংগঠনের তীব্র প্রতিবাদ

হাজীগঞ্জে স্বেচ্ছাসেবক দল থেকে মিঠু চৌধুরী বহিষ্কার: অঙ্গসংগঠনের তীব্র প্রতিবাদ

Update Time : 11:37:30 pm, Sunday, 24 August 2025

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম চৌধুরী মিঠু’কে বহিস্কারের ঘটনায় সামাজিক যোগা-যোগ মাধ্যম ফেসবুকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন নেতা-কর্মীরা। ফ্যাসিস্ট সরকারের সময়ে সম্মুখ সারিতে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয়া একজন করা নির্যাতিত নেতাকে এভাবে বহিস্কার করায় ক্ষুব্ধতা ও তীব্র নিন্দা প্রতিবাদের ঝড় উঠেছে।

গত ২৩ আগস্ট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ মাঝি ও সদস্য সচিব শামসুল আরফিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় বিশৃঙ্খলা সৃষ্টির সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে মর্মে প্রেসবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

তবে বহিস্কারের পূর্বে মিঠু চৌধুরীকে কোন প্রকার শোকজ বা কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়নি।

মিঠু চৌধুরীকে বহিষ্কারের সিদ্ধান্তকে কেন্দ্র করে উপজেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা এই সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলছেন, “মিঠু চৌধুরী বিগত সরকার আমলে নির্যাতন, জেল-জুলুম উপেক্ষা করে রাজপথে ছিলেন সক্রিয়। তার রাজনৈতিক ত্যাগ ও অবদান অনস্বীকার্য।”

মিঠু চৌধুরী বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ের বেশীর সময় তার জীবন কেটেছে। আন্দোলন-সংগ্রামে ছিলেন অগ্রভাগে। নেতা-কর্মীরা সামাজিক যোগা-যোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়ে লেখেন “এমন একজন ত্যাগী নেতাকে বহিস্কার করায়, মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের মনোবল ভেঙ্গে যাচ্ছে। সামনে জাতীয় নির্বাচন আসছে। যদি নেতা-কর্মীদের মনোবল ভেঙ্গে যায়। তা জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও কর্মীরা তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। তারা উল্লেখ করছেন—

 “যে নেতা দলীয় সংকটে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন, তাকে কোনো নোটিশ ছাড়া বহিষ্কার করা হলে ত্যাগী ও সৎ কর্মীদের রাজনীতিতে আগ্রহ হারিয়ে যাবে।”

অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শারাস্তি) আসনে বিএনপির প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য লায়ন ইঞ্জি. মমিনুল হকের ছেলে হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল তার ফেসবুকে লেখেন- জেলার নেতাদের প্রতি ঘোষণা, মিঠু চৌধুরী ছাড়া অন্য কাউকে যদি উপজেলা স্বেচ্ছাসেবকের কমিটি ঘোষণা করা হয়, শুধু প্রত্যাখ্যান নয়, অপমানও করা হবে।