“চিকিৎসা শুধুমাত্র সেবা নয়, এটি নাগরিক ও মানবিক অধিকার”— এ স্লোগানকে সামনে রেখে হাজীগঞ্জের
উত্তর রায়চো ফুরকানিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।
শনিবার (৩০আগস্ট) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এ ক্যাম্পে এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এতে মোট ২৫০ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়।
মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাফেজ তানভীর হোসাইনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা দেন ডা. মোঃ ইব্রাহিম খলিল সোহাগ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রিধারী এবং ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন চিকিৎসক। তিনি বর্তমানে ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। ক্যাম্পে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ সেবা প্রদান করা হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যবিষয়ক বই বিতরণ করা হয়।
সার্বিকভাবে এ কার্যক্রম পরিচালনা করে প্রাইম স্পেশালাইজড হসপিটাল এন্ড নরমাল ডেলিভারি সেন্টার, হাজীগঞ্জ।
স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ দরিদ্র ও অসহায় মানুষদের জন্য অত্যন্ত উপকারী। তারা নিয়মিতভাবে এমন চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন