বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে হাজীগঞ্জ বাজারস্থ ফুড লাভারস পার্টি সেন্টারে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় বক্তারা বলেন, বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিতে পারেন নাই, নানা ধরনের অন্যায় অত্যাচার হয়েছে, জেল জুলুম হয়েছে, এখন আর সেই দিন নেই, আপনারা আপনাদের নিজেদের ভোট পছন্দের মার্কা অনুযায়ী যাকে খুশি তাকে দেবেন, দল যাকে মার্কা দিবে আমরা তার সাথেই আছি।
এছাড়াও উপজেলা, ইউনিয় ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে মাঠ পর্যায়ে কাজ করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন অতিথিবৃন্দ।
উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দিলদার হোসেন কিসলুর সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়ারিস আরাফাত অনিক ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জিসান আহমেদ সিদ্দিকির পরিচালানায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন খান, বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানুর রহমান মিলন, পৌর বিএনপির সাবেক সভাপতি সালাহউদ্দিন ফারুক মামুন, সহ-সভাপতি মনির পাটওয়ারী, উপজেলা কৃষক দলের সাবেক সভাতি বিল্লাল হোসেন কাউন্সিলর, মহিলা নেত্রী কাউন্সিলর মিনু আকতার, বিএনপি নেতা জাকির হোসেন, মোস্তফা কামাল, মনির হোসেন বিডিআর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহীদুল্যাহ, শাহাদাত কাজী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মিজান বেপরী, আল আমিন বাবু সর্দার, যুবদল নেতা মাসুদ হাওলাদার, বাবুল হোসেন, সাব্বির খান, রাসেল খান (বাকিলা), জাকির হোসেন, সুমন মুন্সি, রাজন মিজি, রাশেদ গাজী, কামরুল কাজী, শ্রমিক দল নেতা জাহাঙ্গীর আলম, বাবুল, রিক্সা শ্রমিক দলের হাজীগঞ্জ উপজেলার আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব মোস্তফা, পৌর আহবায়ক সুমন, স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ হোসেন সজিব, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আবায়ক রোমান মিজি, সদস্য মাইনুদ্দীন তপু, সাইফ মুন্সি, হৃদয়, সাইমুন, সাকিব প্রমূখ।