ঢাকা 11:17 pm, Wednesday, 3 September 2025

চাঁদপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

চাঁদপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি সহ নেতাকর্মীদের ওপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টি সহ ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে কালিবাড়ি বায়তুল আমান রেলওয়ে জামে মসজিদের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মাহমুদুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক কাজী রাসেল, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক জাকির হোসেন, যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান, ওমর সালমান, ফরিদগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের নেতা আরিফ হোসেন, ছাত্র অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি জে. এম. মানিক এবং সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন যুব অধিকার পরিষদের সভাপতি মাহবুব অলি উল্যাহ প্রমুখ।

বক্তারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে; অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

তাঁরা আরও বলেন, ফ্যাসিবাদের অন্যতম সহযোগী জাতীয় পার্টি সহ ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আজ ভিপি নুরুল হক নুরের ওপর যে হামলা হয়েছে, আগামী দিনে তা অন্য ফ্যাসিস্টবিরোধী বিপ্লবীদের ওপরও হতে পারে—এই আশঙ্কা থেকেই এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সমাবেশ থেকে বক্তারা সকল ফ্যাসিস্টবিরোধী বিপ্লবীদের ঐক্যের আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

চাঁদপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

চাঁদপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

Update Time : 11:16:01 pm, Wednesday, 3 September 2025

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি সহ নেতাকর্মীদের ওপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টি সহ ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে কালিবাড়ি বায়তুল আমান রেলওয়ে জামে মসজিদের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মাহমুদুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক কাজী রাসেল, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক জাকির হোসেন, যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান, ওমর সালমান, ফরিদগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের নেতা আরিফ হোসেন, ছাত্র অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি জে. এম. মানিক এবং সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন যুব অধিকার পরিষদের সভাপতি মাহবুব অলি উল্যাহ প্রমুখ।

বক্তারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে; অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

তাঁরা আরও বলেন, ফ্যাসিবাদের অন্যতম সহযোগী জাতীয় পার্টি সহ ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আজ ভিপি নুরুল হক নুরের ওপর যে হামলা হয়েছে, আগামী দিনে তা অন্য ফ্যাসিস্টবিরোধী বিপ্লবীদের ওপরও হতে পারে—এই আশঙ্কা থেকেই এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সমাবেশ থেকে বক্তারা সকল ফ্যাসিস্টবিরোধী বিপ্লবীদের ঐক্যের আহ্বান জানান।