বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কচুয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাল পরিষ্কার কর্মসূচী ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠানের শুরুতে কচুয়া সরকারি ডিগ্রী কলেজ সংলগ্ন সরু খালটি পরিষ্কার কর্মসূচীর উদ্বোধন করেন,কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী।
ব্যতিক্রমী এ কার্যক্রমের উদ্বোধনের সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনগন। খাল পরিষ্কার কর্মসূচীর উদ্বোধন শেষে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে কলেজ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড .আনম এহছানুল হক মিলন সমর্থিত উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ এলাহী সুভাষ ও কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী। সমাবেশ শেষে নাজমুন নাহার বেবীর নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। র্যালীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিচ্ছবি ও বিএনপির প্রতীক ধানের শীর্ষ, ব্যান্ড পার্টি নিয়ে দলের নেতাকর্মীরা গান গিয়ে নেছে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
র্যালীতে অংশ নেয়- উপজেলা বিএনপির সমন্বয়ক শাহ জালাল প্রধান জালাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ শরফুদ্দিন, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ফারুকী, আজিজুল ইসলাম মাস্টার, আমিনুল ইসলাম মালেক চেয়ারম্যান, জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সারফিন হোসাইন, মোঃ মাহবুব আলম মৃধা, পৌর বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম কমিশনার, বিএনপি নেতা তরিকুল ইসলাম তরিক, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ কবির হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নুর আহমাদ আজাদ, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুন নবী সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, পৌরসভা যুবদলের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী আনোয়ার উল্লাহ ফরহাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল প্রধান আবেগ, সাধারণ সম্পাদক সম্রাট রইস উদ্দিন চৌধুরী, পৌরসভা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম জাহিদ, সহসভাপতি রবিউল আলম, সাধারণ সম্পাদক মহিন খান সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা যোগদান করেন।