ঢাকা 11:37 pm, Thursday, 4 September 2025

হাজীগঞ্জ থেকে রোগী দেখে বাড়ী ফেরার পথে উশৃঙ্খল যুবকদের মোটরসাইকেলের ধাওয়ায় ভয়ে আতঙ্কে চিকিৎসকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : 10:11:14 pm, Thursday, 4 September 2025
  • 15 Time View

ডা. নাজমুল হাসান আখন্দ

চাঁদপুরের হাজীগঞ্জে একটি বে-সরকারি হাসপাতালে রোগী দেখে কুমিল্লার বাসাতে ফেরার পথে কয়েকটি মোটরসাইকেলে উশৃঙ্খল যুবকদের ধাওয়ায় আতঙ্কিত হয়ে মৃত্যুবরণ করেছেন চর্ম, যৌন, অ্যালার্জি ও কুষ্ঠরোগ বিশেষজ্ঞ, বিশিষ্ট চিকিৎসক ডা. নাজমুল হাসান আখন্দ।

বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে কুমিল্লার লাকসাম উপজেলার বিজরা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। তিনি প্রতি বুধবার হাজীগঞ্জে চেম্বার করতেন। চেম্বার শেষে নাজমুল হাসান আখন্দ ব্যক্তিগত গাড়িতে করে হাজীগঞ্জ থেকে কুমিল্লা শহরের দিকে ফিরছিলেন। নিহত ডা. নাজমুল হাসান আখন্দ কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি দাউদকান্দি উপজেলায়। তিনি দুই সন্তানের জনক।

লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, ডা. নাজমুল হাসান আখন্দ প্রতি বুধবার হাজীগঞ্জ বাজারে একটি বেসরকারি হাসপাতালে চেম্বার করতেন। তিনি তার ব্যক্তিগত গাড়িতে করে কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকার বাসা থেকে হাজীগঞ্জে যাতায়াত করতেন।

ওইদিন তিনি চেম্বার শেষে বাসায় ফেরার পথে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের লাকসামের বিজরা এলাকায় পৌঁছলে ২-৩টি মোটরসাইকেলে করে কয়েকজন উশৃংখল তরুণ তার গাড়িটিকে ধাওয়া দেন। সেসব তরুণদের ধাওয়া খেয়ে বিজরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেন। তবে এতে কেউ হতাহত না হলেও ধাওয়া দেওয়া সেই তরুণরা এসে গাড়িটিতে আক্রমণ করে গাড়ির লুকিং গ্লাস ভাংচুর করে চলে যান। এতে আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক দেখেন তিনি আগেই মৃত্যুবরণ করেছেন।

ওসি নাজনীন সুলতানা আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি।

 

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, ওই চিকিৎসক গাড়ি চালানোর সময় কয়েকটি মোটরসাইকেলকে চাপ দিয়েছিলেন। তবে এতে কোনো দুর্ঘটনা ঘটেনি। চাপ দেওয়ার কারণে মোটরসাইকেল চালকরা ক্ষিপ্ত হয়ে তাকে ধাওয়া দেন। এক পর্যায়ে হেলমেট দিয়ে চিকিৎসকের গাড়ির লুকিং গ্লাস ভেঙে দেন। এ সময় চিকিৎসক নিয়ন্ত্রণ হারিয়ে দুটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে গাড়ি থামিয়ে ফেলেন।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, এ ঘটনার কারণে আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত বিষয়টি নিয়ে আমরা কোনো অভিযোগ পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সিডি প্যাথ অ্যান্ড হসপিটালের প্রশাসনিক কর্মকর্তা মহিউদ্দিন মুন্সী বলেন, সড়কে কী ঘটেছে সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। কারণ, ডাক্তার নাজমুল একাই ছিলেন গাড়িতে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এদিকে, রাত ৯টায় কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে ওই এলাকার কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এ বিষয়ে ওই চিকিৎসকের পরিবারের কারও সাথে যোগাযোগ সম্বব হয়নি।

ঘটনাটি নিশ্চিত করে শোক প্রকাশ ও দোষীদের শান্তি দাবি করেছেন সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার সম্পাদক মণ্ডলির সভাপতি, হাজীগঞ্জ বে-সরকারি হাসপাতাল এন্ড ডাযাগনস্টিক সেন্টার মালিক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক ও হাজীগঞ্জ বিসমিল্লাহ্ হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী তোফায়েল আহমেদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে-ইঞ্জি. মমিনুল হক

হাজীগঞ্জ থেকে রোগী দেখে বাড়ী ফেরার পথে উশৃঙ্খল যুবকদের মোটরসাইকেলের ধাওয়ায় ভয়ে আতঙ্কে চিকিৎসকের মৃত্যু

Update Time : 10:11:14 pm, Thursday, 4 September 2025

চাঁদপুরের হাজীগঞ্জে একটি বে-সরকারি হাসপাতালে রোগী দেখে কুমিল্লার বাসাতে ফেরার পথে কয়েকটি মোটরসাইকেলে উশৃঙ্খল যুবকদের ধাওয়ায় আতঙ্কিত হয়ে মৃত্যুবরণ করেছেন চর্ম, যৌন, অ্যালার্জি ও কুষ্ঠরোগ বিশেষজ্ঞ, বিশিষ্ট চিকিৎসক ডা. নাজমুল হাসান আখন্দ।

বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে কুমিল্লার লাকসাম উপজেলার বিজরা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। তিনি প্রতি বুধবার হাজীগঞ্জে চেম্বার করতেন। চেম্বার শেষে নাজমুল হাসান আখন্দ ব্যক্তিগত গাড়িতে করে হাজীগঞ্জ থেকে কুমিল্লা শহরের দিকে ফিরছিলেন। নিহত ডা. নাজমুল হাসান আখন্দ কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি দাউদকান্দি উপজেলায়। তিনি দুই সন্তানের জনক।

লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, ডা. নাজমুল হাসান আখন্দ প্রতি বুধবার হাজীগঞ্জ বাজারে একটি বেসরকারি হাসপাতালে চেম্বার করতেন। তিনি তার ব্যক্তিগত গাড়িতে করে কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকার বাসা থেকে হাজীগঞ্জে যাতায়াত করতেন।

ওইদিন তিনি চেম্বার শেষে বাসায় ফেরার পথে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের লাকসামের বিজরা এলাকায় পৌঁছলে ২-৩টি মোটরসাইকেলে করে কয়েকজন উশৃংখল তরুণ তার গাড়িটিকে ধাওয়া দেন। সেসব তরুণদের ধাওয়া খেয়ে বিজরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেন। তবে এতে কেউ হতাহত না হলেও ধাওয়া দেওয়া সেই তরুণরা এসে গাড়িটিতে আক্রমণ করে গাড়ির লুকিং গ্লাস ভাংচুর করে চলে যান। এতে আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক দেখেন তিনি আগেই মৃত্যুবরণ করেছেন।

ওসি নাজনীন সুলতানা আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি।

 

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, ওই চিকিৎসক গাড়ি চালানোর সময় কয়েকটি মোটরসাইকেলকে চাপ দিয়েছিলেন। তবে এতে কোনো দুর্ঘটনা ঘটেনি। চাপ দেওয়ার কারণে মোটরসাইকেল চালকরা ক্ষিপ্ত হয়ে তাকে ধাওয়া দেন। এক পর্যায়ে হেলমেট দিয়ে চিকিৎসকের গাড়ির লুকিং গ্লাস ভেঙে দেন। এ সময় চিকিৎসক নিয়ন্ত্রণ হারিয়ে দুটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে গাড়ি থামিয়ে ফেলেন।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, এ ঘটনার কারণে আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত বিষয়টি নিয়ে আমরা কোনো অভিযোগ পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সিডি প্যাথ অ্যান্ড হসপিটালের প্রশাসনিক কর্মকর্তা মহিউদ্দিন মুন্সী বলেন, সড়কে কী ঘটেছে সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। কারণ, ডাক্তার নাজমুল একাই ছিলেন গাড়িতে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এদিকে, রাত ৯টায় কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে ওই এলাকার কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এ বিষয়ে ওই চিকিৎসকের পরিবারের কারও সাথে যোগাযোগ সম্বব হয়নি।

ঘটনাটি নিশ্চিত করে শোক প্রকাশ ও দোষীদের শান্তি দাবি করেছেন সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার সম্পাদক মণ্ডলির সভাপতি, হাজীগঞ্জ বে-সরকারি হাসপাতাল এন্ড ডাযাগনস্টিক সেন্টার মালিক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক ও হাজীগঞ্জ বিসমিল্লাহ্ হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী তোফায়েল আহমেদ।