ঢাকা 11:37 pm, Thursday, 4 September 2025
শাহরাস্তিতে বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে-ইঞ্জি. মমিনুল হক

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (০৪সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে সুয়াপাড়া জি কে উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে মেহের কালিবাড়ি মাঠে এসে শেষ হয়। এসময় উপজেলা, পৌর ও ১০ টি ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, জিয়া পরিষদ, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুন এবং ব্যানার নিয়ে র‍্যালিতে অংশ নেন। এ র‍্যালিতে তরুনদের উপস্থিতি ছিল লক্ষ করার মতো।

র‍্যালি শেষে উপজেলা বিএনপি’র সভাপতি আয়েত আলি ভূঁইয়ার সভাপতিত্বে ও আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহরাস্তি-হাজিগঞ্জ (চাঁদপুর -৫) আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মমিনুল হক। উপস্থিত সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে ইউনুস সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন। যেভাবে হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে সুতরাং আজ থেকে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আয়োজন করতে হবে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে মানুষের শান্তি এবং সমৃদ্ধি আবারো প্রতিষ্ঠিত হবে। ডক্টর ইউনুস সাহেব আপনাকে আমরা অনুরোধ করি আমরা আপনাকে প্রথম থেকে সমর্থন দিয়েছি এখনো সমর্থন দিয়ে আসছি, তার পাশাপাশি আজকের এই সমাবেশ থেকে আরেকটি কথা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধকরণ এটা চায় না। আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ মিলে এই দেশটাকে সমৃদ্ধ করতে চাই ‌। এই মুহূর্তে আমাদের ঐক্যের প্রয়োজন আমাদের বিভেদের প্রয়োজন নেই। একটি রাজনৈতিক দল ১৯৪৭ সাল ১৯৭১ সালে এই দেশটাকে দ্বিধা-বিভক্ত করেছে । এখন আবার যখন জাতি ঐক্যবদ্ধ হয়েছে সেই পরাজিত শক্তি আবার তারা বিভিন্ন তালবাহানায় এ নির্বাচনকে বানচাল করতে চায়। হাজিগঞ্জ শাহরাস্তিবাসিকে আমি অনুরোধ করে বলতে চাই সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকবেন কেউ কারো প্রতি বৈষম্যমূলক আচরণ করবেন না। কারো প্রতি জুলুম করবেন না, ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করবেন না,পরিবহন সেক্টরে কোনরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। আমি যদি আপনাদের জনপ্রতিনিধি হই ইনশাল্লাহ কোন ধর্মের কোন মানুষের প্রতি কোন অন্যায় হবে না, জোর জবরদস্তি হবে না, আমি এই প্রত্যাশা করি। দলের মধ্যে যারা বিভক্তি করেন, আপনাদেরকে আমি খুব ভালো করে ছিনি। আমি মতিন সাহেবের তিনটি নির্বাচন করেছি। স্বৈরাচারের আমলে নৌকা মার্কায় ভোট দিয়ে সিক্ত হয়েছেন মেজর রফিক আপনাদের কে লালন পালন করেছে। আপনাদের নামে কোন মামলা হয় নাই। এখন আবার হালুয়া রুটি খাওয়ার জন্য দলের মধ্যে বিভক্ত করে কনসার্ট করেন, মিছিল করেন। দ্রুত সময়ের মধ্যে এই ১৭ বছরের আওয়ামী লীগের সম্প্রীতির জন্য আপনাদেরকে দলের নেতাকর্মীদের কাছে জবাবদিহিতা করানো হবে। এইরকম যোগ্যতা ইনশাল্লাহ মমিন সাহেব রাখে। দলের নেতাকর্মীদেরকে সাক্ষী রেখে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সমস্ত নায়ক মেজ রফিকের নৌকা মার্কা বিজয়ের জন্য কাজ করেছে এদেরকে সম্পূর্ণরূপে চিহ্নিত করে রাখবেন । দলের সুদিন আসলে এদেরকে কোনরুপ ছাড় দেওয়া হবে না।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি আয়েত আলী ভূঁইয়া,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপি সহ-সভাপতি আবু ইউসুফ রুপন, উপজেলা যুবদল সভাপতি আলী আজগর মিয়াজী, পৌর বিএনপি সাবেক আহবায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এহতেশামুল হক গনি, উপজেলা ছাত্রদলের সভাপতি এবিএম পলাশ, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নেয়ামত উল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, জনগণের অধিকার আদায়ে তাদের দুঃখ-কষ্ট লাঘব করাসহ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে-ইঞ্জি. মমিনুল হক

শাহরাস্তিতে বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে-ইঞ্জি. মমিনুল হক

Update Time : 11:37:25 pm, Thursday, 4 September 2025

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (০৪সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে সুয়াপাড়া জি কে উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে মেহের কালিবাড়ি মাঠে এসে শেষ হয়। এসময় উপজেলা, পৌর ও ১০ টি ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, জিয়া পরিষদ, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুন এবং ব্যানার নিয়ে র‍্যালিতে অংশ নেন। এ র‍্যালিতে তরুনদের উপস্থিতি ছিল লক্ষ করার মতো।

র‍্যালি শেষে উপজেলা বিএনপি’র সভাপতি আয়েত আলি ভূঁইয়ার সভাপতিত্বে ও আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহরাস্তি-হাজিগঞ্জ (চাঁদপুর -৫) আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মমিনুল হক। উপস্থিত সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে ইউনুস সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন। যেভাবে হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে সুতরাং আজ থেকে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আয়োজন করতে হবে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে মানুষের শান্তি এবং সমৃদ্ধি আবারো প্রতিষ্ঠিত হবে। ডক্টর ইউনুস সাহেব আপনাকে আমরা অনুরোধ করি আমরা আপনাকে প্রথম থেকে সমর্থন দিয়েছি এখনো সমর্থন দিয়ে আসছি, তার পাশাপাশি আজকের এই সমাবেশ থেকে আরেকটি কথা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধকরণ এটা চায় না। আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ মিলে এই দেশটাকে সমৃদ্ধ করতে চাই ‌। এই মুহূর্তে আমাদের ঐক্যের প্রয়োজন আমাদের বিভেদের প্রয়োজন নেই। একটি রাজনৈতিক দল ১৯৪৭ সাল ১৯৭১ সালে এই দেশটাকে দ্বিধা-বিভক্ত করেছে । এখন আবার যখন জাতি ঐক্যবদ্ধ হয়েছে সেই পরাজিত শক্তি আবার তারা বিভিন্ন তালবাহানায় এ নির্বাচনকে বানচাল করতে চায়। হাজিগঞ্জ শাহরাস্তিবাসিকে আমি অনুরোধ করে বলতে চাই সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকবেন কেউ কারো প্রতি বৈষম্যমূলক আচরণ করবেন না। কারো প্রতি জুলুম করবেন না, ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করবেন না,পরিবহন সেক্টরে কোনরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। আমি যদি আপনাদের জনপ্রতিনিধি হই ইনশাল্লাহ কোন ধর্মের কোন মানুষের প্রতি কোন অন্যায় হবে না, জোর জবরদস্তি হবে না, আমি এই প্রত্যাশা করি। দলের মধ্যে যারা বিভক্তি করেন, আপনাদেরকে আমি খুব ভালো করে ছিনি। আমি মতিন সাহেবের তিনটি নির্বাচন করেছি। স্বৈরাচারের আমলে নৌকা মার্কায় ভোট দিয়ে সিক্ত হয়েছেন মেজর রফিক আপনাদের কে লালন পালন করেছে। আপনাদের নামে কোন মামলা হয় নাই। এখন আবার হালুয়া রুটি খাওয়ার জন্য দলের মধ্যে বিভক্ত করে কনসার্ট করেন, মিছিল করেন। দ্রুত সময়ের মধ্যে এই ১৭ বছরের আওয়ামী লীগের সম্প্রীতির জন্য আপনাদেরকে দলের নেতাকর্মীদের কাছে জবাবদিহিতা করানো হবে। এইরকম যোগ্যতা ইনশাল্লাহ মমিন সাহেব রাখে। দলের নেতাকর্মীদেরকে সাক্ষী রেখে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সমস্ত নায়ক মেজ রফিকের নৌকা মার্কা বিজয়ের জন্য কাজ করেছে এদেরকে সম্পূর্ণরূপে চিহ্নিত করে রাখবেন । দলের সুদিন আসলে এদেরকে কোনরুপ ছাড় দেওয়া হবে না।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি আয়েত আলী ভূঁইয়া,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপি সহ-সভাপতি আবু ইউসুফ রুপন, উপজেলা যুবদল সভাপতি আলী আজগর মিয়াজী, পৌর বিএনপি সাবেক আহবায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এহতেশামুল হক গনি, উপজেলা ছাত্রদলের সভাপতি এবিএম পলাশ, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নেয়ামত উল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, জনগণের অধিকার আদায়ে তাদের দুঃখ-কষ্ট লাঘব করাসহ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য।