বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। উক্ত আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসাবে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
৫ সেপ্টেম্বর শুক্রবার বিকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ পাইলট সরকারি স্কুল এন্ড কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়। প্রায় এক কিলোমিটার রাস্তা জুড়ে কয়েক হাজার নেতাকর্মী গণমিছিলে অংশ নিয়ে হাজীগঞ্জ পশ্চিম বাজার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এবং হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জি. মমিনুল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন, শহীদ জিয়ার গড়া দল বিএনপি নানা ষড়যন্ত্র মোকাবেলা করে টিকে আছে। তাই শহীদ জিয়ার আদর্শ নিয়ে আগামির নতুন বাংলাদেশ পরিচালিত হবে। এ জন্য আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। বিএনপি জনগণের অনুভূতি নিয়ে সব সময় কাজ করে। বাংলার জনগণ আগামি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং আগামি তরুণ প্রজন্মের ভোটার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে ধানের শীষকে ভোট দিবে। স্বৈরাচার আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা নাকি এখন তত্ত্বাবধায়ক সরকার চায়। তাদের মুখে আর গনতন্ত্রের কথা মানায় না। বিগত ১৬ বছর মানুষের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক সকল অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ। হাজার হাজার মামলা দিয়ে আমাদের লক্ষ-লক্ষ নেতাকর্মী ও সমর্থককে জেলহাজতে পাঠানো হয়েছে। নেতাকর্মীদের শারিরিক-মানসিক নির্যাতন এবং ঘুম-খুনের রাজত্ব কায়েম করা হয়েছে। এর ফল হিসেবে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সে কারনে আজ দেশে সঠিক গণতন্ত্র ফিরে এসেছে।
এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরীক্ষিত জনগণের বন্ধু। আগামি দিনে তাই আমরা আপনাদের সাথে নিয়ে সরকার পরিচালনা করতে চাই। আমি আমার দলের কিছু লোভী রাজনৈতিক নেতার উদ্দেশ্যে বলতে চাই দলের নাম ভাঙ্গিয়ে কোন চাঁদাবাজ, জুলুমবাজ রয়েছেন তারা রাজনীতি ছেড়ে দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে কোন সন্ত্রাসী, চাঁদাবাজি চলবে না। আজকের এ বিশাল মিছিল চলাকালে যানবাহন, ব্যবসায়ী ও সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি প্রহাতে হলো তার জন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আগামি দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাশে থেকে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করছি।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারীর সঞ্চালনায়, উক্ত মিছিলে উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ পৌরসভার সকল ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির প্রায় ২০ হাজার তৃনমূল নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।