বাগরাম বিমানঘাঁটি নিয়ে কোনো চুক্তি ‘সম্ভব নয়’ বলে রবিবার জানিয়েছেন আফগান তালেবান সরকারের এক কর্মকর্তা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক মার্কিন ঘাঁটিটি ফেরত চাইবেন বলে মন্তব্য করেছিলেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শনিবার দেশটিকে অনির্দিষ্ট শাস্তির হুমকি দেন। যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরের সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র আবারও ওই ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে পারে।
ট্রাম্প শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘যদি আফগানিস্তান বাগরাম বিমানঘাঁটি সেই দেশকে ফেরত না দেয় যারা এটি নির্মাণ করেছে, অর্থাৎ আমেরিকাকে, তবে খারাপ কিছু ঘটবে!’
তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাসিহউদ্দিন ফিত্রাত রবিবার স্থানীয় গণমাধ্যমে প্রচারিত মন্তব্যে বলেছেন, ‘কিছু লোক’ একটি ‘রাজনৈতিক চুক্তির’ মাধ্যমে ঘাঁটিটি ফিরে পেতে চায়।
তিনি বলেন, ‘সম্প্রতি কিছু লোক বলেছেন, তারা আফগানিস্তানের সঙ্গে বাগরাম বিমানঘাঁটি ফেরত নেওয়ার জন্য আলোচনা শুরু করেছেন। আফগানিস্তানের মাটির এক ইঞ্চি নিয়েও কোনো চুক্তি সম্ভব নয়। আমাদের এর দরকার নেই।’
আফগানিস্তানের সবচেয়ে বড় বিমানঘাঁটি বাগরাম ছিল যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যুদ্ধ প্রচেষ্টার মূল ঘাঁটি, যার মাধ্যমে তালেবান সরকারের পতন ঘটানো হয়েছিল।
মার্কিন ও ন্যাটো বাহিনী ২০২১ সালের জুলাই মাসে বাগরাম ত্যাগ করে, যা ছিল ট্রাম্পের মধ্যস্থতায় তালেবানের সঙ্গে করা চুক্তির অংশ। এর ফলে আকাশশক্তির বড় ধস নামলে কয়েক সপ্তাহের মধ্যেই আফগান সেনাবাহিনী ভেঙে পড়ে এবং তালেবান পুনরায় ক্ষমতা দখল করে।