আগামি রোববার থেকে শুরু হচ্ছে হিন্দু ধর্মালম্বীদের সবচে বড় ধর্মীয় উৎসব ‘শারদীয় দুর্গাপূজার মূলপর্ব। এর আগে উপজেলা ২৯টি পূর্জামণ্ডপে চলছে প্রস্তুতির শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে সরেজমিনে পৌরসভা ও উপজেলা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।
মণ্ডপ পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারের নির্দেশনা মেনে জেলা প্রশাসন বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। আশাকরি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
পূজা উদযাপন পরিষদ ও মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা বসানো বাধ্যতামূলক এবং বিকল্প বিদ্যুতের ব্যবস্থা হিসেবে জেনারেটর ব্যবস্থা’সহ নিজস্ব স্বেচ্ছাসেবক রাখতে হবে। কোথাও কোন ধরনের অসঙ্গতি দেখলে তাৎখনিক আমাকে (ইউএনও)’সহ থানায় অবহিত করতে হবে।