হাজীগঞ্জে গ্যাস লাইন লিকেজ হওয়ায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবউশন কোম্পানি লি. কোনো নোটিশ কিংবা সতর্কতা ছাড়াই হঠাৎ করে গ্যাস– সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভাধীন ২নং ওয়ার্ড বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বলাখাল বেপারী (দাই) বাড়িতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এতে ওই এলাকার মজুমদার বাড়ি, পাটওয়ারী বাড়ি, জমাদ্দার বাড়ি, মালি বাড়ি এবং বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ ও বলাখাল নূরে মদিনা নেছারিয়া আলিম মাদরাসা সংলগ্ন আবাসিক এলাকার প্রায় আড়াই শতাধিক পরিবার চরম ভোগান্তি ও বিপাকে পড়েছেন।
জানা গেছে, চারবছর পূর্বে বলাখাল দাই বাড়ির পেছনের অংশে ওই এলাকার গ্যাস লাইনটি লিকেজ হয়। বিষয়টি বাখরাবাদ গ্যাসের চাঁদপুর কার্যালয়ে গিয়ে একাধিকবার অবহিত করেন, ওই এলাকার বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই। কিন্তু গত চারবছরে কাজ হওয়া-তো দূরের কথা, সরেজমিন পরিদর্শনে কেউ আসেনি বলে তাঁর অভিযোগ।
এরপর মঙ্গলবার সন্ধ্যায় কোনও নোটিশ কিংবা সতর্কতা ছাড়াই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে গ্রাহকদের অভিযোগ। এতে ওই এলাকার বাসিন্দাদের প্রাত্যহিক কাজে ব্যাঘাত ঘটে। সৃষ্টি হয় ভোগান্তি। পরের দিন বুধবার সকাল গড়িয়ে বিকেল হলেও গ্যাস সংযোগ পুনঃস্থাপন না হওয়ায় রান্নার সংকটে পড়তে হয় ওই এলাকার মানুষদের।
এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তারা দ্রুত গ্যাস সংযোগ পুনঃস্থাপন করার দাবি জানান।
বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই বলেন, চারবছর আগে গ্যাস লাইন লিকেজ হয়েছে। দুর্ঘটনা এড়াতে আমি তাদের অফিসে গিয়ে একাধিকবার অভিযোগ দিয়েছি। এতো দিনেও তারা ঠিক করেনি। কিন্তু গতকাল (মঙ্গলবার) রাতে হঠাৎ করে এসে সংযোগ বিচ্ছিন্ন দিয়েছে। এখন আমরা রান্না-বান্না করতে পারছিনা।
বলাখাল নূরে মদিনা নেছারিয়া আলিম মাদরাসার শিক্ষক মো. আব্দুল হক বলেন, কোন নোটিশ ছাড়া গ্যাস বন্ধ করাটা একেবারেই উচিত নয়। এতে আমি’সহ এলাকার লোকজন ভোগান্তিতে পড়েছেন। আশাকরি, কর্তৃপক্ষ দ্রুত সংযোগ পুনঃস্থাপন করে ২/৩’শ পরিবারের ভোগান্তি দূর করবে।
তহুরা বেগম নামের একজন গৃহবধূ ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্যাস বন্ধ করতে হলে আগে নোটিশ করতে হবে। কিন্তু, তা না করে লাইন সরাসরি বিচ্ছিন্ন করা হয়েছে। আর গ্যাস না থাকায় বাইরে থেকে খাবার এনে খেতে হয়েছে। এখন, একবার-দুইবার কিনে খাওয়া যায়। কিন্তু বার-বার কিনে খাওয়া-তো অসম্ভব।
হাসিনা আক্তার বলেন, মঙ্গলবার রাত থেকে পরেরদিন (বুধবার) দুপুর পর্যন্ত অপেক্ষা করেছি। অপেক্ষা করতে করতে বিকালে বিকল্পভাবে ভাত রান্না করতে হয়েছে। আর দুপুরে আমরা বাইরে থেকে খাবার এনে খেয়েছি।
এদিকে সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি নিশ্চিত করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবউশন কোম্পানি লি. চাঁদপুর এর ম্যানেজার প্রকৌশলী মো. ফজলে রাব্বি বলেন, লিকেজ হওয়ায় লাইন বন্ধ রাখা হয়েছে। যেহেতু নতুন লাইন স্থাপন করতে হবে। এজন্য স্টিমিট করা হয়েছে। অনুমোদন হলে সংযোগ পুনঃস্থাপন করা হবে।
এসময় তিনি বলেন, পূর্বের কথা বলতে পারবোনা। তবে ৬ মাস হয়েছে আমি চাঁদপুরে দায়িত্বরত আছি। এই সময়ের মধ্যে লাইন লিকেজ হওয়ার বিষয়ে কেউ আমাদেরকে অবহিত করেনি। আমরা খবর পেয়ে এবং দুর্ঘটনা এড়াতে সংযোগ বিচ্ছিন্ন করেছি। পরবর্তীতে নতুন করে সংযোগ পুনঃস্থাপন করতে ১০/১৫ দিন লেগে যাবে।