ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
জেলা তথ্য অফিসের আয়োজনে 

চাঁদপুরে স্কাউটস্ ও গার্লস গাইডের অংশগ্রহণে অভিযোজন কর্মশালা

“শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় টাইফয়েড টিকা কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে বাংলাদেশ স্কাউটস্ ও গার্লস গাইডের অংশগ্রহণে জেলা পর্যায়ে অভিযোজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন।

তিনি উপস্থিত স্কাউটস্ ও গার্লস গাইডের সদস্যদের উদ্দেশ্যে বলেন, মূলধারা কার্যক্রমের সাথে আপনাদের সম্পৃক্ত করাই হচ্ছে আজকের কর্মশালার মূল উদ্দেশ্য। আমরা চাই আপনাদের মধ্যে নেতৃত্বদানকারী তৈরি হোক। আপনার কাছে সঠিক কোন তথ্য না থাকলে আপনারা নেতৃত্বদানকারী হতে পারবেন না। তাই আজকের এই কর্মশালা থেকে এই কার্যক্রম সম্পর্কে আপনাদের অবহিত করা। যেন আপনারা অপরজনকে এই কার্যক্রম সম্পর্কে উদ্ভুদ্ধ করতে পারেন। সঠিক তথ্য না জেনে মানুষের উপকার করতে যাবেন না। আমাদের উদ্দেশ্য হচ্ছে সকলকে এই টিকা কার্যক্রমে উদ্ভুদ্ধ করা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) তারিক মোহাম্মদ, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, বাংলাদেশ স্কাউটস্ চাঁদপুরের সাধারণ সম্পাদক মো. হোসেন।

আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার তপন বেপারী।

কর্মমালায় টেকনিক্যাল প্রেজেন্টেশন ও তথ্যচ্চিত্র প্রদর্শন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. সাখাওয়াত হোসেন।

জেলা তথ্য অফিসের ঘোষক মনিরুজ্জামানের সঞ্চালনায় মুক্ত আলোচনা পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস্ চাঁদপুরের সহকারি পরিচালক পূরবী সরকার শম্পা। মুক্ত আলোচনায় স্কাউটস্ ও গার্লস গাইডের সদস্যরা অংশ নেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

নিরাপত্তা চেয়ে এক মাস আগে জিডি করেছিলো এনসিপি নেত্রী রুমী

জেলা তথ্য অফিসের আয়োজনে 

চাঁদপুরে স্কাউটস্ ও গার্লস গাইডের অংশগ্রহণে অভিযোজন কর্মশালা

Update Time : ০৭:১৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

“শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় টাইফয়েড টিকা কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে বাংলাদেশ স্কাউটস্ ও গার্লস গাইডের অংশগ্রহণে জেলা পর্যায়ে অভিযোজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন।

তিনি উপস্থিত স্কাউটস্ ও গার্লস গাইডের সদস্যদের উদ্দেশ্যে বলেন, মূলধারা কার্যক্রমের সাথে আপনাদের সম্পৃক্ত করাই হচ্ছে আজকের কর্মশালার মূল উদ্দেশ্য। আমরা চাই আপনাদের মধ্যে নেতৃত্বদানকারী তৈরি হোক। আপনার কাছে সঠিক কোন তথ্য না থাকলে আপনারা নেতৃত্বদানকারী হতে পারবেন না। তাই আজকের এই কর্মশালা থেকে এই কার্যক্রম সম্পর্কে আপনাদের অবহিত করা। যেন আপনারা অপরজনকে এই কার্যক্রম সম্পর্কে উদ্ভুদ্ধ করতে পারেন। সঠিক তথ্য না জেনে মানুষের উপকার করতে যাবেন না। আমাদের উদ্দেশ্য হচ্ছে সকলকে এই টিকা কার্যক্রমে উদ্ভুদ্ধ করা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) তারিক মোহাম্মদ, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, বাংলাদেশ স্কাউটস্ চাঁদপুরের সাধারণ সম্পাদক মো. হোসেন।

আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার তপন বেপারী।

কর্মমালায় টেকনিক্যাল প্রেজেন্টেশন ও তথ্যচ্চিত্র প্রদর্শন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. সাখাওয়াত হোসেন।

জেলা তথ্য অফিসের ঘোষক মনিরুজ্জামানের সঞ্চালনায় মুক্ত আলোচনা পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস্ চাঁদপুরের সহকারি পরিচালক পূরবী সরকার শম্পা। মুক্ত আলোচনায় স্কাউটস্ ও গার্লস গাইডের সদস্যরা অংশ নেয়।