ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় আন্তর্জাতিক প্রদর্শনীতে জমে উঠেছে মনপুরা গ্ৰুপের অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারি

নির্মাণ অবকাঠামো এবং কাঠ ও আসবাবপত্র সংশ্লিষ্ট শিল্পসহ ধাতব শিল্পের নতুন উদ্ভাবন, প্রযুক্তি ও পণ্য নিয়ে রাজধানীতে ৯ম বারের মতো প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির এক্সপো ভিলেজে তিন দিনব্যাপী

এ প্রদর্শনী মেলায় ভারত,জাপান, চীনসহ বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে জমে উঠেছে মনপুরা গ্রুপের অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারি গুলো। প্রদর্শনীতে মনপুরা গ্রুপের স্টলে ভিড় জমেছে ক্রেতা ও বিভিন্ন শিল্প কলকারখানা, ফ্যাক্টরি ও গার্মেন্টসের মালিক,  ইন্জিনিয়ার ও টেকনিশিয়ানরা । প্রদর্শনীটি গত ২৫ সেপ্টেম্বর ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত হয়।প্রদর্শনীটিতে এক ছাদের নিচে দেশ-বিদেশের অসংখ্য প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যেখানে তারা বিভিন্ন নির্মাণসামগ্রী, ইন্টেরিয়র সলিউশনস, উডওয়ার্কিং মেশিনারি, কাঠের আসবাবসহ ধাতব পদার্থের বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করার পাশাপাশি নির্মাণশিল্পের ব্যবসায়িক সুযোগ তুলে ধরেছে।

প্রদর্শনীতে মনপুরা গ্রুপের মার্কেটিং জিএম ছাইদুর রহমান  বলেন, আন্তর্জাতিক প্রদর্শনী মেলা উপলক্ষ্যে  মনপুরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এম.জি মেশিনারিজ থেকে যেকোন ধরনের মেশিন কিনলে পাবেন “বিশাল মূল্য ছাড়”। আমাদের স্টলে রয়েছে অর্ধশতাধিকেরও উপরে আধুনিক মানের সিএনসি রাউটার মেশিন, প্যানেল ‘স’,  প্রোফাইল এজ ব্যান্ডার মেশিন, অটোমেটিক এজ ব্যান্ডার মেশিন,  বোরিং মেশিন, কোল্ড প্রেস মেশিন। সার্কুলার ছ, জয়েন্টার, থিকনেস প্ল্যানার, মোল্ডার, বিন মেশিন, হাই স্পিড রাউটার মেশিনসহ

অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ফাইবার লেজার কাটিং মেশিন। এছাড়াও বিভিন্ন চায়না ও জাপানের ব্র্যান্ডের অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারি রয়েছে । প্রদর্শনীতে বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে  নিতে পারবেন এবং পরবর্তীতে আমাদের শোরুম থেকেও আপনারা দেখে শুনে অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন মেশিনারি গুলো ক্রয় করতে পারেন।

তিনি আরো বলেন,মনপুরা গ্রুপ দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে কোয়ালিটি সম্পন্ন মেশিনারীজ আমদানি করে আসছেন। যার দ্বারা মেটাল ও উড জগতে নতুন দার উন্মোচিত হয়েছে। বর্তমানে মেটাল শিল্পকে আধুনিকতার ছোয়া দিতে মনপুরা গ্রুপ নিয়ে এসেছে অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারি ।

শোরুম থেকে মেশিনের মান যাচাই করে আপনার পছন্দের মেশিন নিতে পারবেন। বাংলাদেশের ৬৪ টি জেলাতে   মেশিনগুলো পৌঁছিয়ে দেওয়ার জন্য মনপুরা গ্রুপের পক্ষ থেকে সুব্যবস্থা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মতলবের নারায়নপুরে ক্রয়কৃত সম্পত্তির চেয়ে অধিক জায়গা দখলের অভিযোগ

ঢাকায় আন্তর্জাতিক প্রদর্শনীতে জমে উঠেছে মনপুরা গ্ৰুপের অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারি

Update Time : ০৭:৫৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

নির্মাণ অবকাঠামো এবং কাঠ ও আসবাবপত্র সংশ্লিষ্ট শিল্পসহ ধাতব শিল্পের নতুন উদ্ভাবন, প্রযুক্তি ও পণ্য নিয়ে রাজধানীতে ৯ম বারের মতো প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির এক্সপো ভিলেজে তিন দিনব্যাপী

এ প্রদর্শনী মেলায় ভারত,জাপান, চীনসহ বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে জমে উঠেছে মনপুরা গ্রুপের অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারি গুলো। প্রদর্শনীতে মনপুরা গ্রুপের স্টলে ভিড় জমেছে ক্রেতা ও বিভিন্ন শিল্প কলকারখানা, ফ্যাক্টরি ও গার্মেন্টসের মালিক,  ইন্জিনিয়ার ও টেকনিশিয়ানরা । প্রদর্শনীটি গত ২৫ সেপ্টেম্বর ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত হয়।প্রদর্শনীটিতে এক ছাদের নিচে দেশ-বিদেশের অসংখ্য প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যেখানে তারা বিভিন্ন নির্মাণসামগ্রী, ইন্টেরিয়র সলিউশনস, উডওয়ার্কিং মেশিনারি, কাঠের আসবাবসহ ধাতব পদার্থের বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করার পাশাপাশি নির্মাণশিল্পের ব্যবসায়িক সুযোগ তুলে ধরেছে।

প্রদর্শনীতে মনপুরা গ্রুপের মার্কেটিং জিএম ছাইদুর রহমান  বলেন, আন্তর্জাতিক প্রদর্শনী মেলা উপলক্ষ্যে  মনপুরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এম.জি মেশিনারিজ থেকে যেকোন ধরনের মেশিন কিনলে পাবেন “বিশাল মূল্য ছাড়”। আমাদের স্টলে রয়েছে অর্ধশতাধিকেরও উপরে আধুনিক মানের সিএনসি রাউটার মেশিন, প্যানেল ‘স’,  প্রোফাইল এজ ব্যান্ডার মেশিন, অটোমেটিক এজ ব্যান্ডার মেশিন,  বোরিং মেশিন, কোল্ড প্রেস মেশিন। সার্কুলার ছ, জয়েন্টার, থিকনেস প্ল্যানার, মোল্ডার, বিন মেশিন, হাই স্পিড রাউটার মেশিনসহ

অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ফাইবার লেজার কাটিং মেশিন। এছাড়াও বিভিন্ন চায়না ও জাপানের ব্র্যান্ডের অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারি রয়েছে । প্রদর্শনীতে বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে  নিতে পারবেন এবং পরবর্তীতে আমাদের শোরুম থেকেও আপনারা দেখে শুনে অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন মেশিনারি গুলো ক্রয় করতে পারেন।

তিনি আরো বলেন,মনপুরা গ্রুপ দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে কোয়ালিটি সম্পন্ন মেশিনারীজ আমদানি করে আসছেন। যার দ্বারা মেটাল ও উড জগতে নতুন দার উন্মোচিত হয়েছে। বর্তমানে মেটাল শিল্পকে আধুনিকতার ছোয়া দিতে মনপুরা গ্রুপ নিয়ে এসেছে অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারি ।

শোরুম থেকে মেশিনের মান যাচাই করে আপনার পছন্দের মেশিন নিতে পারবেন। বাংলাদেশের ৬৪ টি জেলাতে   মেশিনগুলো পৌঁছিয়ে দেওয়ার জন্য মনপুরা গ্রুপের পক্ষ থেকে সুব্যবস্থা রয়েছে।