ঢাকা 1:25 am, Thursday, 16 October 2025

‘যারা পিআর পদ্ধতি বুঝেনা, তাদের প্রশিক্ষণ দিতে চাই জামায়াত’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে জুলাই সনদভিত্তিক ও পিআর পদ্ধতিতে। যারা বলেন আমরা পিআর পদ্ধতি বুঝি না, আমরা তাদের বিনা খরচে প্রশিক্ষণের মাধ্যমে এ পদ্ধতি শিখাতে প্রস্তুত।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল  ৪টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় জেলা জামায়াতের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এক সময় আপনরা তত্ত্বাবধায়ক সরকারও বুঝেননি। তখনও বলেছিলেন এই পদ্ধতি দিয়ে  কী করে। পরে আপনারাই তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে দিন রাত মাঠে ছিলেন। জামায়াত দুর্বল সংগঠন নয়, ধমক কিংবা ভয় দেখিয়ে দমন করা যাবে না। এ দেশের আপামর জনতা পরিবর্তন চায় এবং আগামী দিনে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লাকেই বেছে নিয়েছে।

এই নেতা আরো বলেন, জনগণের শক্তিকে দমন করা যাবে না। জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে সরকার গঠন করলে দেশের সর্বস্তরের মানুষ নিরাপদে থাকবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ আব্দুর রহিম পাটোয়ারী ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

শহর আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন সদর উপজেলা আমির অধ্যাপক মাওলানা আফসার হোসেন মিয়াজী, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রসহকারী সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম ও সদর উপজেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারী সুলতান মাহমুদ।

বক্তারা বলেন, ‘আইনের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশের জনগণ সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনে গড়ে তুলবে।’

সমাবেশ শেষে জামায়াত নেতাদের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শাহরাস্তিতে রেলওয়ের সম্পত্তি নবায়ন করেও রেহাই পেল না  ১টি পরিবার

‘যারা পিআর পদ্ধতি বুঝেনা, তাদের প্রশিক্ষণ দিতে চাই জামায়াত’

Update Time : 10:27:10 am, Saturday, 27 September 2025

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে জুলাই সনদভিত্তিক ও পিআর পদ্ধতিতে। যারা বলেন আমরা পিআর পদ্ধতি বুঝি না, আমরা তাদের বিনা খরচে প্রশিক্ষণের মাধ্যমে এ পদ্ধতি শিখাতে প্রস্তুত।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল  ৪টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় জেলা জামায়াতের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এক সময় আপনরা তত্ত্বাবধায়ক সরকারও বুঝেননি। তখনও বলেছিলেন এই পদ্ধতি দিয়ে  কী করে। পরে আপনারাই তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে দিন রাত মাঠে ছিলেন। জামায়াত দুর্বল সংগঠন নয়, ধমক কিংবা ভয় দেখিয়ে দমন করা যাবে না। এ দেশের আপামর জনতা পরিবর্তন চায় এবং আগামী দিনে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লাকেই বেছে নিয়েছে।

এই নেতা আরো বলেন, জনগণের শক্তিকে দমন করা যাবে না। জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে সরকার গঠন করলে দেশের সর্বস্তরের মানুষ নিরাপদে থাকবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ আব্দুর রহিম পাটোয়ারী ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

শহর আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন সদর উপজেলা আমির অধ্যাপক মাওলানা আফসার হোসেন মিয়াজী, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রসহকারী সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম ও সদর উপজেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারী সুলতান মাহমুদ।

বক্তারা বলেন, ‘আইনের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশের জনগণ সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনে গড়ে তুলবে।’

সমাবেশ শেষে জামায়াত নেতাদের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।