হাজীগঞ্জে ইসলামী আন্দোলনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে হাজীগঞ্জ বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন মনোনিত সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ মোহাম্মদ আলী পাটওয়ারী।
জুলাই সনদের ভিত্তিতে আগামি জাতীয় সংসদ নির্বাচন, পিআর পদ্ধতি, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, দৃশ্যমান গণহত্যার বিচার ও বিশেষ ট্রাইব্যুনালে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্যবাজারে এসে পথসভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন, আলহাজ¦ মোহাম্মদ আলী পাটওয়ারী, উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক এমদাদুল হক সুমন মোল্লা, উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি ইমরান মাজহারী। বক্তব্য শেষে দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন, ইসলামী আন্দোলনের উপজেলা সহ-সভাপতি মাহতাব চৌধুরী।
এসময় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি আনোয়ার হোসেন, সেক্রেটারী মহিউদ্দিন মাসুদ, ইসলামী আন্দোলনের সাবেক উপজেলা সভাপতি জামাল উদ্দিন মিয়াজী, পৌর সভাপতি খোরশেদ আলম, সেক্রেটারী জামাল উদ্দিন আকতার, উপজেলা সাবেক জয়েন সেক্রেটারী কামাল গাজী উপস্থিত ছিলেন।
এছাড়া যুব আন্দোলনের উপজেলা সেক্রেটারী মো. আরিফ, পৌর সভাপতি হৃদয় মাহাদী, শ্রমিক আন্দোলনের উপজেলা সভাপতি আকতার হোসেন নিপু, ছাত্র আন্দোলনের উপজেলা সেক্রেটারী আলামিন’সহ উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থরা উপস্থিত ছিলেন।