ঢাকা 1:22 am, Thursday, 16 October 2025

হাজীগঞ্জে আগুনে পুড়ে চারটি ঘর ভস্মিভূত, নিঃস্ব দুই পরিবার

হাজীগঞ্জে আগুনে দুইটি বসতঘরসহ চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ডাটরা-শিবপুর গ্রামের নতুন পাটওয়ারী বাড়ির বাবুল ও বিপুলের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন রাতে বিপুলের বসতঘরে আগুন লাগে এবং ঘরে থাকা গ্যাসের সিলিন্ডার বাস্ট হয়ে বাবুলের বসতঘরে আগুন ছড়িয়ে পাড়ে। এসময় দুই পরিবারের সদস্যদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে তারা মসজিদে মাইকিং করে এলাকার লোকজনকে জানান দেন।

খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং হাজীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেন। কিন্তু আগুনের ভয়াবহতায় বসতঘরের ধারে-কাছেও কেউ যেতে না পারায় চারটি ঘর পুড়ে ভস্মীভূত হয়।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট-সার্কিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলেও তারা আসেনি।

ক্ষতিগ্রস্ত বাবুল ও বিপুলের পরিবারের সদস্যরা কান্নাজড়িত কন্ঠে বলেন, জীবন নিয়ে কোনমতে ঘর থেকে বের হয়েছি। পরনের কাপড় ছাড়া আমাদের আর কিছুই রইলো না।

গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু বলেন, আগুনে সবকিছু পুড়ে দুইটি পরিবার পথে বসেছে। তারা নিঃস্ব হয়ে গেছে। বিষয়টি আমি ইউএনও মহোদয়কে জানিয়েছি।

আগুনে পুড়ে যাচ্ছে কিংবা আগুন জ¦লছে এমন খবর পাইনি উল্লেখ করে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন বলেন, রাত ৩টার দিকে একজন ভদ্রলোক ফোন দিয়ে আগুন নিভে যাওয়ার খবর দিয়েছেন। তাৎখনিক কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা তাকে একাধিকবার ফোন দিলে তিনি জানান, আপনাদের আসার দরকার নেই। আগুন নিভে গেছে। বিষয়টি ইউপি সদস্যের মাধ্যমে নিশ্চিত হই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শাহরাস্তিতে রেলওয়ের সম্পত্তি নবায়ন করেও রেহাই পেল না  ১টি পরিবার

হাজীগঞ্জে আগুনে পুড়ে চারটি ঘর ভস্মিভূত, নিঃস্ব দুই পরিবার

Update Time : 07:49:01 pm, Saturday, 27 September 2025

হাজীগঞ্জে আগুনে দুইটি বসতঘরসহ চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ডাটরা-শিবপুর গ্রামের নতুন পাটওয়ারী বাড়ির বাবুল ও বিপুলের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন রাতে বিপুলের বসতঘরে আগুন লাগে এবং ঘরে থাকা গ্যাসের সিলিন্ডার বাস্ট হয়ে বাবুলের বসতঘরে আগুন ছড়িয়ে পাড়ে। এসময় দুই পরিবারের সদস্যদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে তারা মসজিদে মাইকিং করে এলাকার লোকজনকে জানান দেন।

খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং হাজীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেন। কিন্তু আগুনের ভয়াবহতায় বসতঘরের ধারে-কাছেও কেউ যেতে না পারায় চারটি ঘর পুড়ে ভস্মীভূত হয়।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট-সার্কিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলেও তারা আসেনি।

ক্ষতিগ্রস্ত বাবুল ও বিপুলের পরিবারের সদস্যরা কান্নাজড়িত কন্ঠে বলেন, জীবন নিয়ে কোনমতে ঘর থেকে বের হয়েছি। পরনের কাপড় ছাড়া আমাদের আর কিছুই রইলো না।

গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু বলেন, আগুনে সবকিছু পুড়ে দুইটি পরিবার পথে বসেছে। তারা নিঃস্ব হয়ে গেছে। বিষয়টি আমি ইউএনও মহোদয়কে জানিয়েছি।

আগুনে পুড়ে যাচ্ছে কিংবা আগুন জ¦লছে এমন খবর পাইনি উল্লেখ করে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন বলেন, রাত ৩টার দিকে একজন ভদ্রলোক ফোন দিয়ে আগুন নিভে যাওয়ার খবর দিয়েছেন। তাৎখনিক কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা তাকে একাধিকবার ফোন দিলে তিনি জানান, আপনাদের আসার দরকার নেই। আগুন নিভে গেছে। বিষয়টি ইউপি সদস্যের মাধ্যমে নিশ্চিত হই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।