চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ডাটরা শিবপুর কাজী বাড়ীতে শুক্রবার রাতে আগুন লেগে বাবুল ও বিপুলের দুইটি বসতঘর আগুনে পুড়ে যায় ছাই হয়ে যায়। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেন জামায়াত নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন-চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, হাজীগঞ্জ উপজেলা আমীর মোঃ কলিম উল্ল্যাহ্ ভুঁইয়া,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোজাম্মেল হোসেন মজুমদার পরান, চাঁদপুর জেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি মোঃ হাসান, হাজীগঞ্জ শহর ছাত্র শিবিরের সভাপতি আব্দুস সালাম, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মিজানুর রহমান, সহকারি সেক্রেটারি আব্দুল মমিন, ৬নং ওয়ার্ড সভাপতি জাবের হোসেন প্রমুখ।
এর আগে ডাটরা শিবপুর কাজী বাড়ীর মৃত আব্দুল বারেক মাস্টারের দুই ছেলে বাবুল ও বিপুলের দুইটি বসতঘর ও দুইটি রান্নাঘর’সহ মোট ৬টি ঘরে থাকা আসবাবপত্র, তৈজসপত্র, প্রয়োজনীয় কাগজপত্র,স্বর্ণালংকার ও নগদ টাকা আগুনে পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়।এতে পরিবারটি নিঃস্ব হয়ে পড়ে।
চাঁদপুর-৫ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন বলেন,মানবিক দায়িত্ববোধ থেকে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি। যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের এমন কর্মকাণ্ড অব্যাহত থাকবে