রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেছেন, এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদের মধ্যে আমি হাসিনার চেহারা দেখছি। সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেন, যারা ক্ষমতায় আছেন, সম্ভবত তাদের একটা অংশ নির্বাচন চান না। ড. ইউনূসের বাইরেও ক্ষমতায় আছেন এমন লোক আছে, দলও আছে।
তিনি বলেন, এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ তার জেলা কুমিল্লার জন্য অনেক বেশি বরাদ্দ রেখেছেন। তার নিজ উপজেলা মুরাদনগরে তিনি সাড়ে চারশ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। অথচ পুরো পিরোজপুর জেলার জন্য ১৩ কোটি, খাগড়াছরি জেলার জন্য ১৪ কোটি, ঝালকাঠিতে ১৫ কোটি, রাঙ্গামাটিতে ১৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।
তিনি আরো বলেন, শুধু তাই নয়, তিনি হাসনাত আব্দুল্লাহর উপজেলায় সাড়ে ৩০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।
আমি চ্যালেঞ্জ করে বলছি, এনসিপির নেতারা যেখানে যেখানে নির্বাচন করতে চান সেখানে সেখানে বরাদ্দ বেশি দেওয়া হয়েছে।
ডা. জাহেদ বলেন, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন এডিবি বরাদ্দে এক নম্বরে ছিল ঢাকা, দুই নম্বরে ছিল চট্টগ্রাম, আর তিন নম্বরে ছিল গোপালগঞ্জ। এডিপিতে রংপুর বিভাগের আট জেলার চেয়ে গোপালগঞ্জের বরাদ্দ বেশি ছিল। এ কারণেই আমি আসিফ মাহমুদের মধ্যে শেখ হাসিনাকে দেখছি।
ক্ষমতায় থেকে তারা এসব করছেন, সুতরাং তারা চাইবেন ক্ষমতা যত দীর্ঘ হবে ততই ভালো। কাজেই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা তাদের থাকবে।