ঢাকা 11:00 am, Wednesday, 15 October 2025

চাঁদপুরে পঁচা খাবার সংরক্ষনের দায়ে আজিজিয়া হোটেল মালিকসহ ৩ জনকে জরিমানা

চাঁদপুর জেলা শহরের প্রান কেন্দ্রে অবস্থিত শহরের চৌধুরী ঘাট এলাকায় হোটেল আজিজিয়ায় পচা খাবার বিক্রির জন্য ফ্রিজে সংরক্ষণ করে রাখা ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় হোটেল মালিক সাইফুলসহ তিনজনকে ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, শহরের চৌধুরী ঘাট এলাকায় ফলের আড়ত এবং স্ট্যান্ড রোড এলাকায় অভিযান পরিচালিত করেন। এ অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মূল্য তালিকা না থাকায় মেসার্স শরীফ বাণিজ্যালয়কে ২ হাজার ৫০০ টাকা, একই অপরাধে নিউ সততা বীজ ভান্ডারকে ২ হাজার টাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং ফ্রিজে বাসি-পচা খাবার সংরক্ষণ করায় আজিজিয়া রেস্তোরাঁ মালিক সাইফুল দেওয়ানকে ১০ হাজার টাকাসহ মোট ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করতে সক্ষম হন।

অভিযুক্ত প্রতিষ্ঠান পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার পুলিশের একটি দল এ সময় অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শাহরাস্তিতে রেলওয়ের সম্পত্তি নবায়ন করেও রেহাই পেল না  ১টি পরিবার

চাঁদপুরে পঁচা খাবার সংরক্ষনের দায়ে আজিজিয়া হোটেল মালিকসহ ৩ জনকে জরিমানা

Update Time : 09:52:58 am, Tuesday, 30 September 2025

চাঁদপুর জেলা শহরের প্রান কেন্দ্রে অবস্থিত শহরের চৌধুরী ঘাট এলাকায় হোটেল আজিজিয়ায় পচা খাবার বিক্রির জন্য ফ্রিজে সংরক্ষণ করে রাখা ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় হোটেল মালিক সাইফুলসহ তিনজনকে ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, শহরের চৌধুরী ঘাট এলাকায় ফলের আড়ত এবং স্ট্যান্ড রোড এলাকায় অভিযান পরিচালিত করেন। এ অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মূল্য তালিকা না থাকায় মেসার্স শরীফ বাণিজ্যালয়কে ২ হাজার ৫০০ টাকা, একই অপরাধে নিউ সততা বীজ ভান্ডারকে ২ হাজার টাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং ফ্রিজে বাসি-পচা খাবার সংরক্ষণ করায় আজিজিয়া রেস্তোরাঁ মালিক সাইফুল দেওয়ানকে ১০ হাজার টাকাসহ মোট ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করতে সক্ষম হন।

অভিযুক্ত প্রতিষ্ঠান পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার পুলিশের একটি দল এ সময় অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান।