ঢাকায় যাত্রাবাহী বাসের ধাক্কায় হাজীগঞ্জের আরমান মির্জা অয়ন (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর উত্তরায় পূর্ব থানার জসিম উদ্দীন রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত অয়ন উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের পূর্ব হাটিলা গ্রামের মির্জা বাড়ির আবু সুফিয়ান মির্জার ছোট ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন, নিহতের স্বজন হাটিলা পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা দুলাল ও জহির প্রধানীয়া।
জানা গেছে, এদিন সকালে মোটরসাইকেল নিয়ে নিজ বাসা থেকে বের হয়, আরমান মির্জা অয়ন। এসময় রাজধানীর উত্তরায় পূর্ব থানার জসিম উদ্দীন রোডে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় তার মোটরসাইকলেটি দুর্ঘটনায় পতিত হয়ে সে গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়।
নিহত আরমানের খালা নাজনীন আক্তার সংবাদকর্মীদের জানান, খবর পেয়ে আমরা কুর্মিটোলা হাসপাতাল থেকে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাই এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।