ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাজীগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ডিসি, এসপি ও সেনাকর্মকর্তা

  • Reporter Name
  • Update Time : ০৭:০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৫৩ Time View

হাজীগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ও চাঁদপুরের সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তা সেনাবাহিনীর ২১ বীরের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মোয়াজ্জেম হোসেন, পিএসসি। বুধবার (১ অক্টোবর) রাতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজার শুভেচ্ছা জানান।

মণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, গত চারদিন ধরে আমরা জেলার সকল পূজামণ্ডপ পর্যবেক্ষণ এবং নিজেরা পরিদর্শন করে দেখতে পেয়েছি যে, উৎসবমূখর পরিবেশে পূজা উদযাপন হচ্ছে। প্রতিটি মণ্ডপে হাজারো মানুষ কেউ পূজায় অংশগ্রহণ করছেন, কেউ আনন্দ করছেন, কেউ আবার উপভোগ করছেন। সেখানে কোন ধরনের বিশৃঙ্খলা নেই। এতেই প্রমাণ করে, আমরা কতটা শান্তিপ্রিয় ও উৎসবমূখর।

তিনি বলেন, আমাদের দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতি রয়েছে। যে কোন ধরনের প্রপাগাণ্ডা ও গুজব থেকে আমাদের দূরে থাকতে হবে। সবার হাতে একটা মোবাইল রয়েছে। পূজা শেষ হয়ে যাবে, কিন্তু এখানের (মোবাইল) প্রপাগাণ্ডা শেষ হবে না, গুজব শেষ হবে না। সামনে নির্বাচন আসছে। সেখানেও অনেক ধরনের গুজব আসবে। যাচাই না করে সেগুলোকে সহজে বিশ^াস করবেন না, শেয়ার করবেন না।

তিনি সতর্ক করে বলেন, আপনার একটি শেয়ারের কারণে যদি কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তার দ্বায়-দায়িত্ব আপনাকেই নিতে হবে। সুতরাং এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। কোন ভাবেই আমরা আমাদের সম্প্রীতি নষ্ট হতে দিবো না। এসময় বিজয়া দশমীতে যথাসময়ে দেবী দুর্গা বির্সজনের কথা উল্লেখ করে তিনি হিন্দু ধর্মালম্বীদের দেশের জন্য, সমাজের জন্য প্রার্থনা করতে বলেন। যাতে করে কেউ এদেশের মানুষের সম্প্রীতি নষ্ট করতে না পারে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ, সহকারী কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাবেক সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার উপস্থিত ছিলেন।

মণ্ডপ পরিদর্শনকালে হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বণিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা মনা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাধাকান্ত দাস রাজু, সাধারণ সম্পাদক শ্যামল সাহা, যুগল কৃষ্ণ হালদার, নিহার রঞ্জন হালদার মিলনসহ পূজামণ্ডপ কমিটি সদস্যবৃন্দ কর্মকর্তাদের স্বাগত জানান। এসময় হাজীগঞ্জ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হাজীগঞ্জের ২৯টি পূজামণ্ডপে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পূজামণ্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) স্থাপন’সহ নিজস্ব স্বেচ্ছাসেবকদের পাশাপাশি সার্বক্ষণিক আনসার ও পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এছাড়াও সাদা পোশাকে পুলিশ, মোবাইল টিম, ডিবি ও র‌্যাব, সেনাবাহীনির সদস্যরা দায়িত্বের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সতর্ক অবস্থানে রয়েছেন।।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মতলবের নারায়নপুরে ক্রয়কৃত সম্পত্তির চেয়ে অধিক জায়গা দখলের অভিযোগ

হাজীগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ডিসি, এসপি ও সেনাকর্মকর্তা

Update Time : ০৭:০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

হাজীগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ও চাঁদপুরের সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তা সেনাবাহিনীর ২১ বীরের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মোয়াজ্জেম হোসেন, পিএসসি। বুধবার (১ অক্টোবর) রাতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজার শুভেচ্ছা জানান।

মণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, গত চারদিন ধরে আমরা জেলার সকল পূজামণ্ডপ পর্যবেক্ষণ এবং নিজেরা পরিদর্শন করে দেখতে পেয়েছি যে, উৎসবমূখর পরিবেশে পূজা উদযাপন হচ্ছে। প্রতিটি মণ্ডপে হাজারো মানুষ কেউ পূজায় অংশগ্রহণ করছেন, কেউ আনন্দ করছেন, কেউ আবার উপভোগ করছেন। সেখানে কোন ধরনের বিশৃঙ্খলা নেই। এতেই প্রমাণ করে, আমরা কতটা শান্তিপ্রিয় ও উৎসবমূখর।

তিনি বলেন, আমাদের দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতি রয়েছে। যে কোন ধরনের প্রপাগাণ্ডা ও গুজব থেকে আমাদের দূরে থাকতে হবে। সবার হাতে একটা মোবাইল রয়েছে। পূজা শেষ হয়ে যাবে, কিন্তু এখানের (মোবাইল) প্রপাগাণ্ডা শেষ হবে না, গুজব শেষ হবে না। সামনে নির্বাচন আসছে। সেখানেও অনেক ধরনের গুজব আসবে। যাচাই না করে সেগুলোকে সহজে বিশ^াস করবেন না, শেয়ার করবেন না।

তিনি সতর্ক করে বলেন, আপনার একটি শেয়ারের কারণে যদি কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তার দ্বায়-দায়িত্ব আপনাকেই নিতে হবে। সুতরাং এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। কোন ভাবেই আমরা আমাদের সম্প্রীতি নষ্ট হতে দিবো না। এসময় বিজয়া দশমীতে যথাসময়ে দেবী দুর্গা বির্সজনের কথা উল্লেখ করে তিনি হিন্দু ধর্মালম্বীদের দেশের জন্য, সমাজের জন্য প্রার্থনা করতে বলেন। যাতে করে কেউ এদেশের মানুষের সম্প্রীতি নষ্ট করতে না পারে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ, সহকারী কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাবেক সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার উপস্থিত ছিলেন।

মণ্ডপ পরিদর্শনকালে হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বণিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা মনা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাধাকান্ত দাস রাজু, সাধারণ সম্পাদক শ্যামল সাহা, যুগল কৃষ্ণ হালদার, নিহার রঞ্জন হালদার মিলনসহ পূজামণ্ডপ কমিটি সদস্যবৃন্দ কর্মকর্তাদের স্বাগত জানান। এসময় হাজীগঞ্জ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হাজীগঞ্জের ২৯টি পূজামণ্ডপে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পূজামণ্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) স্থাপন’সহ নিজস্ব স্বেচ্ছাসেবকদের পাশাপাশি সার্বক্ষণিক আনসার ও পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এছাড়াও সাদা পোশাকে পুলিশ, মোবাইল টিম, ডিবি ও র‌্যাব, সেনাবাহীনির সদস্যরা দায়িত্বের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সতর্ক অবস্থানে রয়েছেন।।