হাজীগঞ্জ উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন প্রিমিয়ার লীগের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) বিকালে উপজেলা কোয়ার্টার মাঠে অনুষ্ঠিত ফুটবল লীগের ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত খেলায় উপজেলা প্রকৌশলী একাদশ টাইব্রেকারে ১-০ গোলে চ্যাম্পিয়ন ও উপেজলা পরিষদ রানার্সআপ হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।
উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন ফারুক, উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক, মৎস্য কর্মকর্তা এসএম শাহীন হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহজালাল, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ’সহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খেলায় উপজেলার সরকারি অফিসের ১২টি দপ্তরের ১২টি দল অংশগ্রহণ করে। দীর্ঘ প্রায় দেড় মাস ধরে অনুষ্ঠিত খেলায় প্রতিটি দলের ৫টি খেলা অনুষ্ঠিত হয়। এর মধ্যে গ্রুপ পর্ব শেষে সেমিফাইনাল ও ফাইনালের মাধ্যমে উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন প্রিমিয়ার লীগের সমাপ্তি ঘটে।