হাজীগঞ্জে বাজার তদারকি ও সড়কে হকারমুক্ত অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে তিনি হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ জন ব্যবসায়ীকে পৃথকহারে মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।
জানা গেছে, এদিন হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের সেনা সদস্য ও থানা পুলিশের সহযোগীতায় হাজীগঞ্জ বাজারে সড়ক ও ফুটপাত দখলমুক্ত, শৃঙ্খলাপূর্ণ যান ও পথচারী চলাচল নিশ্চিতকরণে হকারম্ক্তু এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চারজন ব্যবসায়ীকে পৃথকহারে মোট ১০ হাজার টাকা জরিমানা এবং তাদেরকে সতর্ক করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে মালামাল’সহ একাধিক ভ্যান গাড়ী জব্দ এবং পরে জব্দকৃত মালামাল এতিমখানায় প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, হাজীগঞ্জ বাজার এলাকায় যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচল ও জনসাধারণের ভোগান্তি নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, একই সময়ে সড়ক পরিবহন আইন ও অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।