হাজীগঞ্জে পিকআপ ও সিএনজির সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়েছেন, সিএনজির চালক। হারুন মোল্লা (৩৭) নামের সিএনজির চালককে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের সেন্দ্রা পেট্রোলপাম্প এলাকায় এ দুর্ঘনটা ঘটে। আহত হারুন মোল্লা ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর গ্রামের আব্দুল লতিফ মোল্লার ছেলে।
জানা গেছে, দ্রুত গতির একটি পিকআপের ধাক্কায় সিএনজিটি সড়কে উল্টে যায়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন সিএনজির চালক। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করেন।
এসময় কয়েক শতাধিক উৎসুক জনতার ভীড় জমে এবং সড়কের দুই দিকে বেশ কিছু যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ সড়ক থেকে দুর্ঘটনা কবলিত সিএনজিটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক এবং পিকআপটি জব্দ ও সিএনজি থানা হেফাজতে নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন ফারুক বলেন, পিকআপটি জব্দ এবং দুর্ঘটনা কবিলত সিএনজি পুলিশি হেফাজতে রয়েছে। অভিযোগ পেলে এবং আহত চালক সুস্থ হয়ে ফিরে আসলে বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে।