বড়কুল (পূর্ব) ইউনিয়ন এন্নাতলী ২ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীসভা অনুষ্ঠিত।
শুক্রবার বিকেলে ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন ২নং ওয়ার্ড এন্নাতলী উত্তরপাড়া এবতেদীয়া মাদ্রাসা মাঠে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত কর্মীসভায় ২ শতাধিক নেতাকর্মী নিয়ে ২ নং ওয়ার্ড বিএনপি, যুবদল,ছাত্রদল অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন বিএনপি সভাপতি ইমাম হোসেন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি গফুর পাটঃ,ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক সম্পাদক আব্দুর রাজ্জাক মিয়াজী ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আতিকুর রহমান পাটোয়ারী, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমান মিয়াজী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল জব্বার,সিনিয়র সহ সভাপতি আবু ইউছুফ, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল বেপারী, সাংগঠনিক সম্পাদক শাহআলম ভুট্টু।
বক্তব্যে নেতারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জি. মমিনুল হক জয়ী করার জন্য আলহাজ্ব হাসান মিয়াজী নেতৃত্বে মাঠে কাজ করবো। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করে সংসদে পাঠাবো। তিনি এই বড়কুল পূর্ব ইউনিয়ন সোনাইমুড়ী গ্রামের সন্তান, বিগত ১৭টি বছর হাজীগঞ্জ শাহরাস্তির নির্যাতিত নেতা-কর্মীদের আগলে রেখেছেন। তিনি আমাদের গর্ব আমরা সৎ এবং যোগ্য পেয়েছি।
আরো ও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাব্বির মিয়াজী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন দিনু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের সহ সাধারণ সম্পাদক নূরু ফরাজী
এসময় উপস্থিত ছিলেন : হাজীগঞ্জ পৌর যুবদল নেতা মহসিন পাটোয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ হুমায়ুন কবির, ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সুমন, এমরান ফরাজী, নয়ন পাটোয়ারী,ওয়াসিম, আরিফ পন্ডিত, সজীব, সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।