বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হকের সমর্থনে হাজীগঞ্জ উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ড তারাপাল্লা গ্রামে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে তারাপাল্লা গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে ইঞ্জি. মমিনুল হকের হাতকে শক্তিশালী করতে হবে। এজন্য ধানের শীষ প্রতীকের বিজয়ের বিকল্প নেই। তাই, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে প্রতিটি ঘরে ঘরে ইঞ্জি. মমিনুল হকের বার্তা পৌছে দিতে হবে।
ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সোলেমান পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কাজী জাকির হোসেন, বিএনপি নেতা কাজী মো. কামাল হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মান্নান মুন্সী, সাধারণ সম্পাদক মোক্তার প্রধানীয়া, বিএনপি নেতা মো. মিজানুর রহমান।
সাবেক ছাত্রনেতা মো. ফারুক হোসেন ও মো. সুমন প্রধানীয়ার যৌথ উপস্থাপনায় সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা কাজী মো. কবির হোসেন, যুবদল নেতা মো. মহিন উদ্দিন মহি, মো. কামাল হোসেন রবিন, মো. মাসুদ মিয়াজী, মো. আবু বকর প্রধানীয়া, ছাত্রনেতা কাজী জিসান আহমেদ প্রমুখ।
প্রবাসী জহির হোসেন পাটওয়ারীর, ইমরান এইচ তালুকদার ও কাজী সফিক হোসেনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত কর্মীসভায় বক্তব্য শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’সহ ইঞ্জি. মমিনুল হকের সুস্থতা এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় অতিথি হিসেবে ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং ৪নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল’সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক, স্থানীয় ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।