বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে হাজীগঞ্জে গণসংযোগ করছেন, বিএনপির নেতাকর্মীরা। রোববার (১৯ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী’সহ সর্বস্তরের জনসাধারণের মাঝে ৩১ দফা বাস্তবায়নের বার্তা পৌঁছে দেন বিএনপির নেতৃবৃন্দ।
৩১ দফা বাস্তবায়নে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের পক্ষে এদিন জেলা বিএনপির সহ-সভাপতি ড. মো. আলমগীর কবির পাটওয়ারী ও মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক মো. আবুল বাসারের নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দ হাজীগঞ্জ বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির খাঁন, পৌর বিএনপির সাবেক সভাপতি সালাউদ্দিন ফারুক মামুন, বিএনপি নেতা টিপু সুলতান জমিদার, মিজানুর রহমান, বিল্লাল হোসেন, মনিরুজ্জামান পাটওয়ারী, আব্দুল লতিফ, বিল্লাল সরদার, আব্দুল মান্নান, সেলিম খাঁনসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সাবেক ছাত্রনেতা কবির হোসেন মজুমদার, হুমায়ুন কবির, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জিসান আহমেদ সিদ্দিকী, ইয়াছির আরাফাত অনিক, সাখাওয়াত হোসেন, শহীদুল্লাহ, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আলামিন বাবু, মিজানুর রহমান, মিজানুর রহমান বেপারী, রাশেদ গাজীসহ যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্রনেতাদের মধ্যে রোমান মিজি, আব্দুল্লাহ আল মামুন, সাব্বির আহমেদ, শাহাদাত কাজী, মাইনুদ্দিন তপু, বিল্লাল সরকারসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।