ধানের শীষের বিজয় নিশ্চিতকরণ ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের কংগাইশ পূর্বপাড়ায় ইঞ্জি. মমিনুল হকের সমর্থনে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আওয়ামী লীগের প্রায় ১৬ বছরের শাসনামলে ইঞ্জি. মমিনুল হক তাঁর সাহসী ও বলিষ্ঠ নেতৃত্বে সকল আন্দোলন-সংগ্রামে, হামলা-মামলা ও নিপীড়ন-নির্যাতনের শিকার নেতা-কর্মীদের পাশে প্রত্যক্ষ ও একমাত্র অভিভাবক হিসেবে ছিলেন। অর্থ্যাৎ দলের দুর্দিনে তিনি ছাড়া আমাদের পাশে কেউ ছিলো না।
তিনি বলেন, সুতরাং মামলা-হামলা ও জেল-জুলুমে যিনি নির্যাতিত কর্মীদের পাশে ছিলেন, আমরা তাকেই চাই। কারণ, যিনি দুর্দিনে আমাদের সঙ্গে ছিলেন, সু-দিন আসলে তার কাছ থেকেই আমরা সবচে বেশি সেবা পাবো বলে আশা ও বিশ^াস রাখি। তাই, আপনাদেরকে সাথে নিয়ে আমরা ইঞ্জি. মমিনুল হকের পাশি আছি এবং থাকবো।
ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহআলম মজুমদার দুলালের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মজুমদার।
অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান পলাশ, ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ। বৈঠকে বিএনপি নেতা আজাদ হোসেন, শাহাজান, জাকির হোসেন, বাবুল মিজি, ইসমাঈল মিজি, স্বেচ্ছাসেবক নেতা রায়হান, মহিলা নেত্রি পারুল বেগম’সহ ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ কয়েক শতাধীক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিনিধি ॥ 

















