সারাদেশে ন্যায় চাঁদপুরের হাজীগঞ্জে ও শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজ ও কাঁকৈরতলা জনতা কলেজ কেন্দ্র এ পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। হাজীগঞ্জ উপজেলার কাঁকৈরতলা জনতা কলেজ কেন্দ্র ২২৭ জন পরিক্ষার্থী অংশ নেন। সোট ৮শ পরিক্ষার্থীর বাকি পরিক্ষার্থীরা হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরিক্ষায় অংশ নেয়।
কাঁকৈরতলা জনতা কলেজ কেন্দ্র ইন চার্জ মাও. বদিউজ্জামাল জানান, সকাল ১০ টা থেকে শান্তি পুর্নভাবে পরিক্ষা শুরু হয়েছে। সবার অংশ গ্রহন ভালো লেগেছে। অভিভাবকরা খুবই উৎপুল্ল ছিল। প্রথম শ্রেনী থেকে নবম শ্রেণির পরিক্ষার্থীরা এ পরিক্ষায় অংশ নেয়।
উপজেলা দায়িত্বশীল মাও.মাছুম বিল্লাহ জানান, শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরিক্ষা আমরা পরিচ্ছন্ন পরিবেশে নিয়ে থাকি। যথাসময়ে ফলাফল প্রকাশ করা হবে
পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমসহ অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ।
নিজস্ব প্রতিনিধি : 























