চাঁদপুরের হাইমচরের সাবেক উপজেলা চেয়ারম্যান শাজাহান পেদাকে আটক করেছে পুলিশ।
রোববার (১৬ নভেম্বর) দুপুরের দিকে হাইমচর উপজেলার নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে কোন অভিযোগে তাকে আটক করা হয়েছে, সেই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি পুলিশ।
আটকের প্রায় এক ঘণ্টা আগে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন শাজাহান পেদা। সেখানে তিনি লেখেন- ‘বাড়িতে আসছিলাম, পুলিশ চারপাশ ঘিরে ফেলেছে। কোনদিন কারাগারে যাইনি! জানি না কী হয়! আমার জন্য দোয়া করবেন।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আটক সংক্রান্ত নির্দিষ্ট অভিযোগ সম্পর্কে তারা নিশ্চিত নন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় নানা আলোচনার সৃষ্টি হয়। পুলিশ বলছে, বিষয়টি তদন্তাধীন।
হাইমচর থানার ওসি শাহ আলম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় তাকে আটক দেখানো হয়েছে।
হাইমচর প্রতিনিধি: 






















