ধানের শীষের বিজয় নিশ্চিতকরণ ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাজীগঞ্জের ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নে ইঞ্জি. মমিনুল হকের সমর্থনে মহিলা কর্মী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সিদলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ৪নং কালচোঁ ইউনিয়ন বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনোয়ার উল্ল্যাহ পাটওয়ারী।
তিনি বলেন, ৫৪ বছর পূর্বে যারা বাংলাদেশ নামে একটি রাষ্ট্র গঠন হউক, এটা চায়নি। তারাই এখন এদেশে ক্ষমতায় আসার জন্য ভোট চাচ্ছে। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলো। ১৯৭১ সালে দেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিলো ২০২৬ সালের নির্বাচনে তাদেরকে বয়কট করুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন।
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খাঁন, কালচোঁ দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন মজুমদার। ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম মজুমদার, কালচোঁ দক্ষিণ ইউনিয়ন কৃষকদলের সভাপতি লিটন পাটোয়ারী।
উপজেলা জিয়া পরিষদের সাধারণ সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মজুমদারের পরিচালনায় ও ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জাকির হোসেন খাঁনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ মোজাম্মেল মজুমদার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন-আহবায়ক মাজহারুল ইসলাম, ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ বারেক মজুমদার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সোহেল তানভীর, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন পাটওয়ারী, যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ আমান উল্ল্যা
মহিলা কর্মী সমাবেশে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রেজাউল করিম নয়ন: 























