ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে নিখোঁজের ৫ দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার

ছবি-ত্রিনদী

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজের পাঁচ দিন পর ফারজানা আক্তার ফাতেমা (১২) নামে এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে এক ট্রলারচালক ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয় বলে জানা গেছে।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট দর্জিবাড়ি এলাকার ডাকাতিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ফারজানা আক্তার চাঁদপুর শহরের ৫ নম্বর কয়লাঘাট আবুল মিজির টিনশেড বাড়ির ভাড়াটিয়া মো. আলী হোসেন মৃধার মেয়ে। তাদের বাড়ি বরিশাল জেলার কাউনিয়া থানার পশ্চিম কাউনিয়া গ্রামে।

স্থানীয়রা জানান, সকালে একজন জেলে কচুরিপানার সঙ্গে কিশোরীর মরদহ দেখে পাড়ের লোকজনকে জানায়। তারা থানায় বিষয়টি জানালে নৌ-পুলিশ এসে দুপুরে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে। পরে ওই কিশোরীর বাবা আলী হোসেন ঘটনাস্থলে এসে তার পরনের পোশাক দেখে মরদেহ শনাক্ত করেন।

আলী হোসেন জানান, গত বুধবার বিকেলে তার মেয়ে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়।

চাঁদপুর নৌ-থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন আজাদ বলেন, ‘গত ১৯ নভেম্বর সন্ধ্যায় মেঘনা নদীর পুরান বাজার এলাকায় ট্রলারচালক মনির হোসেন ফারজানাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার পর পাশের ট্রলারের চালকরা মনিরকে ধরে পুলিশে সোপর্দ করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।’

চাঁদপুর নৌ-থানার ওসি এএসএম ইকবাল হোসেন বলেন, ‘ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

নির্বাচনে আচরণ বিধি যেনো লঙ্গন না হয় সেই দিকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুরে নিখোঁজের ৫ দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার

Update Time : ০৭:১২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজের পাঁচ দিন পর ফারজানা আক্তার ফাতেমা (১২) নামে এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে এক ট্রলারচালক ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয় বলে জানা গেছে।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট দর্জিবাড়ি এলাকার ডাকাতিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ফারজানা আক্তার চাঁদপুর শহরের ৫ নম্বর কয়লাঘাট আবুল মিজির টিনশেড বাড়ির ভাড়াটিয়া মো. আলী হোসেন মৃধার মেয়ে। তাদের বাড়ি বরিশাল জেলার কাউনিয়া থানার পশ্চিম কাউনিয়া গ্রামে।

স্থানীয়রা জানান, সকালে একজন জেলে কচুরিপানার সঙ্গে কিশোরীর মরদহ দেখে পাড়ের লোকজনকে জানায়। তারা থানায় বিষয়টি জানালে নৌ-পুলিশ এসে দুপুরে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে। পরে ওই কিশোরীর বাবা আলী হোসেন ঘটনাস্থলে এসে তার পরনের পোশাক দেখে মরদেহ শনাক্ত করেন।

আলী হোসেন জানান, গত বুধবার বিকেলে তার মেয়ে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়।

চাঁদপুর নৌ-থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন আজাদ বলেন, ‘গত ১৯ নভেম্বর সন্ধ্যায় মেঘনা নদীর পুরান বাজার এলাকায় ট্রলারচালক মনির হোসেন ফারজানাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার পর পাশের ট্রলারের চালকরা মনিরকে ধরে পুলিশে সোপর্দ করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।’

চাঁদপুর নৌ-থানার ওসি এএসএম ইকবাল হোসেন বলেন, ‘ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।’